RG Kar News: যথাযথ নিরাপত্তা ও সুরক্ষা সুনিশ্চিত না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে: জুনিয়র চিকিৎসক

Continues below advertisement

ABP Ananda LIVE: 'রাজ্য সরকার আমাদের কয়েকটি দাবি পূরণ করেছেন। আন্দোলনের চাপে কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল-সহ ডিসি নর্থ, DHS -কে তাঁদের পদ থেকে সরিয়ে দিয়েছে। আমরা এটাও মনে করি যে আমাদের আন্দোলনের চাপে সিবিআিইও সন্দীপ ঘোষ এবং চালা থানার ওসিকে অভয়ার ধর্ষণ ও খুনের ঘটনায় প্রমাণ লোপাট ও ষড়যন্ত্রের অভিযোগে গ্রেফতার করেছে। এই সবকটিকেই আমরা আমাদের আন্দোলনের প্রাথমিক জয় হিসেবেই দেখছি। অভয়ার বিচারের দাবিতে মরা যেমন রাজপথে লড়েছি তেমনি আমরা লড়ে চলেছি সুপ্রিম কোর্টেও', মন্তব্য আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকের।

কেন্দ্রের বিরুদ্ধে ফের পরিকল্পিত ভাবে বাংলায় বন্যা পরিস্থিতি সৃষ্টি করার অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাঁর দাবি, না জানিয়ে সাড়ে তিন লক্ষ কিউসেক জল ছেড়েছে ডিভিসি। ইচ্ছা করে এই জল ছাড়া হয়েছে। নিম্নচাপের বৃষ্টির জেরে DVC জল ছাড়ায় প্লাবিত হাওড়া, হুগলি ও পূর্ব বর্ধমানের একাংশ। প্লাবিত নিম্ন দামোদর অববাহিকার একাধিক গ্রাম। এদিকে প্রায় প্রতিবছরই এই পরিস্থিতির মুখোমুখি হয় বাংলা। যার জন্য অতীতেও 'ম্যানমেড বন্যা' বলেই কেন্দ্রকে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী। আর আজ এই আবহে প্লাবন পরিস্থিতি খতিয়ে দেখতে সরাসরি পুরশুড়ায় পৌঁছন রাজ্যের মুখ্যমন্ত্রী । এবারেও না জানিয়ে জল ছাড়ার অভিযোগ ! তিনি বলেন, 'সাড়ে ৩ লক্ষ কিউসেকের উপর জল ছেড়েছে। এত জল জীবনেও ছাড়েনি। ম্যানমেড ফ্লাড, পরিকল্পিতভাবে বাংলাকে ডুবিয়েছে, নিজেদের রাজ্যকে বাঁচাবার জন্য।'

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram