RG Kar News Update: অনশনের ১০ দিন পার। আজ সুপ্রিম কোর্টে ফের আর জি কর-শুনানি। ABP Ananda Live

Continues below advertisement

ABP Ananda Live: অনশনের ১০ দিন পার। আজ সুপ্রিম কোর্টে ফের আর জি কর-শুনানি। কোন পথে তদন্ত, কী রিপোর্ট দেবে সিবিআই? নিরাপত্তা নিয়ে কী পদক্ষেপ, জানাতে পারে রাজ্য। 

আজ কলকাতায় জোড়া কার্নিভাল। রেড রোডে পুজো কার্নিভাল। রানিরাসমণি রোডে চিকিৎসদের ঘোষিত দ্রোহের কার্নিভাল। ধর্মতলায় মানব বন্ধন জুনিয়র চিকিৎসকদের। এই প্রেক্ষাপটে সোমবার রাতে লালবাজারে তরফে বিজ্ঞপ্তি দিতে জারি করা হল ১৬৩ ধারা। রানি রাসমণি রোড সংলগ্ন একাধিক রাস্তায়, ধর্মতলা মোড় থেকে একদিকে ডোরিনা ক্রসিং এবং অন্যদিকে লেনিন সরণির সংযোগস্থল সহ একাধিক রাস্তায় জমায়েতে নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ। বিজ্ঞপ্তি অনুযায়ী কোথাও ৫ জনের বেশ জমায়েত করা যাবে না।

'৬-৭ দিন অনশন করেই রক্ত বমি? বোঝাই যাচ্ছে সবকটি পাঁড় মাতাল একসাথে আমরণ অনশন করছে!' এক্স হ্যান্ডলে এই পোস্ট করে বিতর্ক বাধালেন তৃণমূল নেতা। 'যিনি পাঁড় মাতাল বলেছেন, তাঁকে যদি কেউ পাঁড় মূর্খ বলেন, তাহলে তিনি যেনা গায়ে না লাগান'- পাল্টা জবাব দিলেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা। 

ধর্মতলায় জুনিয়র ডাক্তারদের লাগাতার অনশন চলছে। কেউ অসুস্থ হচ্ছেন, আবার সঙ্গে আরেকজন যোগ দিচ্ছেন। এইভাবেই চলছে আন্দোলন। দিনে দিনে বাড়ছে ঝাঁঝ। এরইমধ্য়ে অনশনকারীদের অসুস্থতাকে ব্য়ঙ্গ করে তীব্র বিতর্কে জড়ালেন তৃণমূলের আইটি সেলের সাধারণ সম্পাদক নীলাঞ্জন দাস। সোশাল মিডিয়ায় তিনি লিখেছেন, এতদিন এত লোকে অনশন করেছে, কারও রক্ত বমি, কালো পায়খানা হয়নি অনশন করতে গিয়ে। কিন্তু ৬-৭ দিন অনশন করেই জুনিয়র ডাক্তারদের এই লক্ষণগুলো দেখা দিচ্ছে কেন? তাও আবার শুধু ছেলেদেরই হচ্ছে, মেয়েদের হচ্ছে না কেন? আর একসঙ্গে কেন হচ্ছে? এর একটাই কারণ হতে পারে, যদি কারও কোনও গ্য়াসট্রাইটিস বা লিভারের সমস্যা থাকে। আগে থেকেই গ্যাস্ট্রিক বা লিভারের সমস্যা কী থেকে হতে পারে? যদি ভীষণ ভাবে অ্যালকোহলিক হয় বা অত্যধিক মদ্যপান করে। বোঝাই যাচ্ছে সবকটি পাঁড় মাতাল একসাথে বসে আমরণ অনশন করছে!'

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram