RG Kar Protest: আর জি কর-কাণ্ডে ন্য়ায়বিচার ও জুনিয়র ডাক্তারদের আন্দোলনের সমর্থনে বিশিষ্টরা
ABP Ananda Live: দ্রোহের কার্নিভালের পর এবার দ্রোহের সংস্কৃতি। কলকাতায় নাট্যচর্চার ধাত্রীভূমি অ্যাকাডেমি চত্বর ও রানুচ্ছায়া মঞ্চে আজ সকাল থেকে দ্রোহের সংস্কৃতি উদ্যাপন শুরু। আর জি কর-কাণ্ডে ন্য়ায়বিচার ও জুনিয়র ডাক্তারদের আন্দোলনের সমর্থনে। ৪৪ ঘণ্টার এই প্রতীকী প্রতিবাদ কর্মসূচি চলবে সোমবার সকাল পর্যন্ত। এর উদ্বোধন করেন শিক্ষাবিদ পবিত্র সরকার। দ্রোহের সংস্কৃতিতে সারাদিন ধরে হবে নাচ, গান, আঁকা, আবৃত্তি, নাটক। বাদ যাবে না সিনেমাও। রাতে বসবে উৎপল দত্তর পাঠশালা, সেখানে অভিনয় কর্মশালা এবং সেমিনারের আয়োজন করা হয়েছে।
: ফের 'চাঁদার জুলুম', এবার দমদম, অভিযুক্ত তৃণমূল কর্মী। চাঁদার ৫০ হাজার টাকা না দেওয়ায় ব্যবসায়ীকে মারধরের অভিযোগ। বাধা দিলে ব্যবসায়ীর স্ত্রীরও শ্লীলতাহানির অভিযোগ। ব্যবসায়ীর বিশেষ চাহিদাসম্পন্ন মেয়েকেও রেহাই দেওয়া হয়নি, দাবি ব্যবসায়ীর। দক্ষিণ দমদম পুরসভার ৬ নম্বর ওয়ার্ডে। অভিযুক্ত সৌরভ আইচ তৃণমূল কর্মী ও স্থানীয় কাউন্সিলরের ঘনিষ্ঠ, দাবি ব্যবসায়ীর। ১৫ তারিখ দমদম থানায় অভিযোগ দায়ের হলেও এখনও অভিযুক্তকে গ্রেফতার করেনি পুলিশ। মিথ্যে অভিযোগ করছেন ব্যবসায়ী, দাবি অভিযুক্ত তৃণমূল কর্মীর। কোনও মন্তব্য করতে চাননি তৃণমূল কাউন্সিলর বাপি মিত্র।