RG Kar News: ধর্মতলায় অনশন মঞ্চের কাছে বায়ো টয়লেট বসানো নিয়ে পুলিশের সঙ্গে বচসা জুনিয়র চিকিৎসকদের

Continues below advertisement

ABP Ananda Live: ধর্মতলায় অনশন মঞ্চের কাছে বায়ো টয়লেট বসানো নিয়ে পুলিশের সঙ্গে বচসা জুনিয়র চিকিৎসকদের। আজ সকাল ৬টা নাগাদ দুটি বায়ো টয়লেট নিয়ে আসেন জুনিয়র চিকিৎসকরা। অনশন মঞ্চের পাশে সেগুলি বসানো হয়। কিন্তু ধর্মতলা গ্রিন জোন হওয়ায় সেখানে এই টয়লেট বসানো যাবে না বলে জানিয়ে দেয় পুলিশ । টয়লেট ব্যবহার করতে গেলে স্থানীয় থানার অনুমতি লাগবে বলেও জানানো হয়। সেই অনুমতি না মেলায় টয়লেট বসলেও তা ব্যবহার করতে পারছেন না জুনিয়র চিকিৎসকরা। এই নিয়েই দু'পক্ষের বাদানুবাদ চলে বেশ কিছুক্ষণ।

এবার স্কুলেও থ্রেট কালচারের অভিযোগ উঠল। সেই অভিযোগ তুলে মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন কোচবিহারের মেখলিগঞ্জের ভোটবাড়ি সীতানাথ হাইস্কুলের শিক্ষিকা পাপিয়া রায়। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও পরিচালন সমিতির একাংশের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন তিনি। অভিযোগ অস্বীকার করেছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। 

আর জি কর মেডিক্যালে চিকিৎসকের খুন-ধর্ষণের ঘটনার পর, রাজ্যের বিভিন্ন সরকারি মেডিক্যাল কলেজে থ্রেট কালচারের অভিযোগ সামনে এসেছে। এই প্রেক্ষাপটেই এবার স্কুলেও থ্রেট কালচারের অভিযোগ উঠল। সেই অভিযোগ তুলে মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন, কোচবিহারের মেখলিগঞ্জের ভোটবাড়ি সীতানাথ হাইস্কুলের শিক্ষিকা পাপিয়া রায়। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও পরিচালন সমিতির একাংশের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন তিনি।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram