RG Kar Doctor Death Case: এবার আন্দোলনরত ডাক্তারদের সরাসরি হুঁশিয়ারি তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের

Continues below advertisement

ABP Ananda LIVE: এবার আন্দোলনরত ডাক্তারদের সরাসরি হুঁশিয়ারি তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের। 'ডাক্তাররা শুধু নিজেদের স্বার্থ দেখলে, আমরাও মানুষের স্বার্থ রক্ষায় এবার রাস্তায় নামব'। 'ডাক্তাররা সরকারি ভাতা-বেতন নিচ্ছেন, মানুষকে পরিষেবা দেওয়া তাঁদের দায়িত্ব' । 'সেই জায়গায় আমরা হাত দিলে তখন কী হবে?' 'একজনকে ধর্ষণ করে খুন করা হয়েছে, অপরাধীর শাস্তি আমরাও চাই'। 'কিন্তু সেটা নিয়ে দিনের পর দিন পরিষেবা বন্ধ করলে প্রতিরোধের অধিকার আমাদেরও আছে'।'পাবলিক মরছে, তাহলে ডাক্তাররা সুরক্ষিত থাকবে কেন?' 'ডাক্তারদেরও ঘেরাওয়ের অধিকার সংবিধান আমাদের দিয়েছে'। হুঙ্কার ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের।

এবার জুনিয়র ডাক্তারদের চিঠি দিলেন মুখ্যসচিব । স্বাস্থ্যসচিবের চিঠিতে বরফ না গলায় মুখ্যসচিবের চিঠি । আজ ফের আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের আলোচনায় ডাক । সন্ধে ৬টায় নবান্নে বৈঠকের জন্য জুনিয়র ডাক্তারদের চিঠি । 'প্রতিনিধি দলে থাকতে পারবেন ১২ থেকে ১৫ জন' । ডাক্তারদের কাজে ফিরতে সুপ্রিম কোর্টের নির্দেশের উল্লেখ করে চিঠি ।'১০ সেপ্টেম্বর বিকেল ৫টার মধ্যে জুনিয়র ডাক্তারদের কাজে যোগ দিতে নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট' । 'আইন মান্যকারী হিসেবে প্রত্যেকেরই উচিত সুপ্রিম কোর্টের নির্দেশ পালন করা' । 'দুর্ভাগ্যজনক ভাবে সেটা এখনও দেখা যায়নি'

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram