RG Kar Doctors Protest : নবান্নে বৈঠকের ডাক দিয়ে চিঠি মুখ্যসচিবের। পাল্টা শর্ত জুনিয়র ডাক্তারদের
ABP Ananda LIVE: আলোচনা চেয়ে সরকারের বার্তা, পাল্টা শর্ত জুনিয়র ডাক্তারদের। মুখ্যসচিবের চিঠির পাল্টা ইমেল জুনিয়র ডাক্তারদের । বৈঠকে যেতে রাজ্য সরকারকে ৪ শর্ত জুনিয়র ডাক্তারদের। শর্ত ১: নবান্নের বৈঠকে অন্তত ৩০জন প্রতিনিধিকে যেতে দিতে হবে । শর্ত ২: পুরো বৈঠকের সরাসরি সম্প্রচার করতে হবে । শর্ত ৩: শুধু ৫ দফা দাবি নিয়েই আলোচনা করতে হবে। শর্ত ৪: পুরো বৈঠক করতে হবে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে।
এবার জুনিয়র ডাক্তারদের চিঠি দিলেন মুখ্যসচিব । স্বাস্থ্যসচিবের চিঠিতে বরফ না গলায় মুখ্যসচিবের চিঠি । আজ ফের আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের আলোচনায় ডাক । সন্ধে ৬টায় নবান্নে বৈঠকের জন্য জুনিয়র ডাক্তারদের চিঠি । 'প্রতিনিধি দলে থাকতে পারবেন ১২ থেকে ১৫ জন' । ডাক্তারদের কাজে ফিরতে সুপ্রিম কোর্টের নির্দেশের উল্লেখ করে চিঠি ।'১০ সেপ্টেম্বর বিকেল ৫টার মধ্যে জুনিয়র ডাক্তারদের কাজে যোগ দিতে নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট' । 'আইন মান্যকারী হিসেবে প্রত্যেকেরই উচিত সুপ্রিম কোর্টের নির্দেশ পালন করা' । 'দুর্ভাগ্যজনক ভাবে সেটা এখনও দেখা যায়নি'