ABP News

RG Kar Doctor Death Case: 'সিবিআই তদন্তে সাহায্য করেনি', বিস্ফোরক অভিযোগ করলেন নির্যাতিতার বাবা

Continues below advertisement

ABP Ananda Live: 'প্রস্তাব রেখেছি আমরা , হাইকোর্টে মামলাটা ফেরত দিয়ে দিক। আমাদের একটাই অনুরোধ থাকবে এই মামলাটা বিচারপতি হাইকোর্টে ফেরত দিয়ে দিক। সুপ্রিম কোর্টে মামলাতে আমারে যেতে পারিনি, কিন্তু হাইকোর্টের মামলার তিনদিনই আমরা যেতে পেরেছিলাম। যেতে পারিনি বুঝতেও পারছি না, কে কী করছে'।'CBI এসেছিল আমাদের তদন্তে সাহায্য করার জন্য, সেখানে আমাদের প্রতিপক্ষ হয়ে কাজ করছে, এটা আমাদের কাছে খুবই দুঃখজনক, মর্মান্তিক। প্রতিপক্ষ হয়েই সিবিাই সমস্ত কথা বলছে। আজকে কোর্টের মধ্যে যেভাবে সিবিআই কথা বলেছে সমস্ত প্রতিপক্ষ যেমনভাবে কথা বলে সেরকমই কথা বলছে। সিবিআই তদন্তে সাহায্য করেনি তার প্রমাণ শিয়ালদা কোর্টের বিচারক ছত্রে ছত্রে দেখিয়ে দিয়েছে', বললেন নির্যাতিতার বাবা। 

 

মহাকুম্ভে মর্মান্তিক দুর্ঘটনা, পূণ্যস্নানে গিয়ে কী অভিজ্ঞতা বাংলা সিনেমার প্রযোজকের?

সকাল থেকেই বদলে গিয়েছে মহাকুম্ভের ছবিটা। পূণ্যস্নান, জয়দধ্বনির বদলে শুধুই কান্না, চোখের জল আর হাহাকার। গভীর রাতে মৌনী অমাবস্যা উপলক্ষে স্নান শুরুর আগেই ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। সঙ্গমের কাছে ভিড়ের চাপে ব্যারিকেড পড়ে। এই ঘটনায় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু বয় অন্তত ১০ জনের। শতাধিক পুণ্যার্থী গুরুতর আহত। রাত থেকে সকাল পর্যন্ত দুর্ঘটনাস্থলে ঢুকছে একের পর এক অ্যাম্বুল্যান্স। গুরুতর আহতদের হাসপাতালে চিকিৎসা চলছে। ভিড় সামলাতে বাতিল কুম্ভ স্পেশাল ট্রেন। দুর্ঘটনার পর উদ্ধারে নামা আধাসেনার সঙ্গে যোগ দিয়েছে NSG কমান্ডোরা। তবে আজকের কুম্ভের পরিস্থিতিটা ঠিক কেমন? প্রয়াগরাজ থেকেই সেই খবর দিলেন প্রযোজক রানা ভট্টাচার্য্য। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram