
Mahakumbh stampede update: মহাকুম্ভে মহাবিপর্যয়, হুড়োহুড়িতে পড়ে গিয়ে অসুস্থ শিলিগুড়ির বাসিন্দা | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: মহাকুম্ভে মহাবিপর্যয়, হুড়োহুড়িতে পড়ে গিয়ে অসুস্থ শিলিগুড়ির বাসিন্দা । অমৃত স্নানের সময় তুমুল ধাক্কাধাক্কিতে পড়ে গিয়ে অসুস্থ হয়ে পড়েন শিলিগুড়ির দীনেশ পণ্ডিত । ধাক্কাধাক্কিতে পড়ে গিয়ে জ্ঞান হারান দীনেশ পণ্ডিত । পরে প্রাথমিক চিকিৎসার পর শারীরিক অবস্থার উন্নতি
নতুন করে আবেদন দাখিল করুন', আর জি কর-কাণ্ডে নিহত নির্যাতিতার মা-বাবাকে নির্দেশ সুপ্রিম কোর্টের
নতুন করে আবেদন দাখিল করুন', আর জি কর-কাণ্ডে নিহত নির্যাতিতার মা-বাবাকে নির্দেশ সুপ্রিম কোর্টের। এই আবেদনপত্রে যা যা বক্তব্য আছে সেগুলো বিতর্ক যোগ্য, জানালেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। আপনাদের পক্ষে নতুন করে আবেদন পত্র দাখিল করলে ভাল হবে, নির্যাতিতার পরিবারকে জানালেন প্রধান বিচারপতি। সব প্রশ্নের উত্তর আছে তাঁদের কাছে, আদালতে জানালেন CBI-এর আইনজীবী তুষার মেহতা। কিন্তু এই সময়ে অনেক উত্তর অভিযুক্তর পক্ষে যেতে পারে, জানালেন CBI-এর আইনজীবী। 'কলকাতা হাইকোর্টে মামলা বিচারাধীন আছে, আমরা কি এই মামলা এখানে বন্ধ করে দেব?' এখনই উত্তর চাইনা, পরে জানান, নিহত চিকিৎসকের পরিবারকে জানালেন প্রধান বিচারপতি। সুপ্রিম কোর্টে এই আবেদন শাস্তি ঘোষণার আগে করা হয়েছিল, জানালেন পরিবারের আইনজীবী।