Doctors Protest: অনশন মঞ্চে অসুস্থ জুনিয়র ডাক্তার পুলস্ত্য আচার্য, ইউরিনে কিটোনের মাত্রাবৃদ্ধি

Continues below advertisement

ABP Ananda Live: ধর্মতলায় জুনিয়র ডাক্তারদের অনশনের (Junior Doctors Hunger Strike) ৮দিন। অসুস্থ অনশনকারী জুনিয়র চিকিৎসক পুলস্ত্য আচার্য। এনআরএস হাসপাতালের পিজিটি পুলস্ত্য আচার্যকে নিয়ে যাওয়া হল তারই হাসপাতালে। 

প্রথম যে জন জুনিয়র চিকিৎসক অনশনে বসেছিলেন তার মধ্যে অন্যতম পুলস্ত্য আচার্য। টানা ১৯৬ ঘণ্টা অনশন করছেন তিনি। অ্যানাস্থেসিয়া বিভাগের প্রথম বর্ষের পিজিটি পুলস্ত্য আচার্য। এনআরএসের অধ্যক্ষ তরফে জানা গিয়েছে, ইউরিনে কিটোনের মাত্রা বেড়ে গিয়ে বমি বমি ভাব পুলস্ত্য আচার্যের। একইসঙ্গে পেট ব্যথা, মাথা ঘুরতে থাকে তাঁর। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত নেওয়া হয়। গ্রিন করিডর করে নিয়ে যাওয়া হয় NRS মেডিক্যাল কলেজে। হাসপাতাল সূত্রে খবর পুলস্ত্য আচার্যের জন্য রাখা আছে নির্দিষ্ট সিসিইউ। এনআরএসের নেফ্রোলজি, কার্ডিওলজি, মেডিসিন, চেস্ট মেডিসিন, অ্যানাস্থেসিয়ার চিকিৎসকদের নিয়ে মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram