RG Kar Case: কাল সুপ্রিম কোর্টে শুনানি, আজ ফের রাত দখলের ডাক। ABP Ananda Live
Continues below advertisement
পুলিশ কমিশনারের পদত্যাগের দাবিতে অনড় জুনিয়র ডাক্তাররা। আরও বৃহত্তর আন্দোলনের ডাক দিয়ে লড়াই ফিরল ক্যাম্পাসে। কাল সুপ্রিম কোর্টে শুনানি, আজ ফের রাত দখলের ডাক। রাত ৯ থেকে ১ ঘণ্টা আলো নিভিয়ে প্রতিবাদের আহ্বান জুনিয়র চিকিৎসকদের। গতকাল সিপি-কে প্রতীকী শিরদাঁড়া দিয়ে সিপি-রই ইস্তফার দাবি জুনিয়র ডাক্তারদের।
কলকাতা থেকে জেলা, আজ ফের রাত দখলের ডাক। ফের ইঙ্গিতপূর্ণ পোস্ট তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়ের। 'রাত দখলের সঙ্গেই মর্যাদা নিয়ে বেঁচে থাকার মৌলিক অধিকার দখল করুক মানুষ, মর্যাদা নিয়ে বাঁচা সংবিধানের ২১ নম্বর ধারায় বর্ণিত মৌলিক অধিকার', সোশাল মিডিয়ায় পোস্ট তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়ের। এর আগে বাস্তিল দুর্গ পতনের কথা মনে করিয়ে পোস্ট করেছিলেন সুখেন্দুশেখর। সন্দীপ ঘোষের গ্রেফতারির দিন মিডল স্ট্যাম্প উপড়ে যাওয়ার ছবি পোস্ট করেন তৃণমূল সাংসদ।
Continues below advertisement