RG Kar News Update: সন্দীপ ঘোষকে গ্রেফতারের পর এবার সিবিআইয়ের নজরে সন্দীপ-ঘনিষ্ঠ চিকিৎসকরা
ABP Ananda LIVE: সন্দীপ ঘোষকে গ্রেফতারের পর এবার সিবিআইয়ের নজরে সন্দীপ-ঘনিষ্ঠ চিকিৎসকরা। আর কি কর-কাণ্ডে শুরু থেকে যাঁদের উপস্থিতি ও ভূমিকা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। সেই বিরূপাক্ষ বিশ্বাস, অভীক দে এবং সৌরভ পালকে এদিন ম্যারাথন জিজ্ঞাসাবাদ করল সিবিআই। ঘটনার দিন কি ঘটনাস্থলে গিয়েছিলেন তাঁরা? সূত্রের খবর, এই প্রশ্নেরই উত্তর খুঁজছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। এদিন সকলের বয়ান রেকর্ড করা হয়।
: টানা বর্ষণে প্লাবিত দক্ষিণবঙ্গের জেলা থেকে জেলা। আর এই বন্যার জেরে সবজি বাজারে আগুন লেগেছে। চাষের জমিতে হাঁটু সমান জল জমে গিয়েছে । এর ফলে অনেক জায়গাতেই মাঠের ফসল মাঠেই নষ্ট হয়ে গিয়েছে। ফলে পুজোর আগে মাথায় হাত চাষি ও সবজি ব্যবসায়ীদের। বাধ্য হয়েই চড়া দামে বিক্রি করতে হচ্ছে সবজি - ফল। হাওড়া পাইকারি সবজি বাজারে অধিকাংশ সবজির দাম অস্বাভাবিক হারে বেড়ে গিয়েছে । টান পড়েছে ক্রেতাদের পকেটে। জলের তলায় ঘাটালের একের পর এক এলাকা। রাস্তা যেনও নদী। বাঁধ উপচে ঢুকছে জল। প্লাবিত ঘর-বাড়ি থেকে স্কুল, দোকানপাট। কোথাও কোথাও এখনও দোতলা পর্যন্ত জল। এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে শহরে নেমেছে ডিঙি, নৌকা। পঞ্চায়েত এলাকার অবস্থা আরও শোচনীয়। জলবন্দি বহু মানুষ। এদিন প্রায় বুক সমান জলে দাঁড়িয়ে নিউজ কভার করলেন এবিপি আনন্দ- র রিপোর্টার।