RG kar News: আরজি কর কাণ্ডে রাসবিহারীতে প্রতিবাদ মঞ্চে গিয়ে বড় প্রশ্ন তুললেন নির্যাতিতার বাবা

Continues below advertisement

ABP Ananda LIVE: আরজি কর কাণ্ডে (RG Kar Case) রাসবিহারীতে প্রতিবাদ মঞ্চে গিয়ে বড় প্রশ্ন তুললেন নির্যাতিতার বাবা। তিনি বলেন,  'প্রথমে হাসপাতাল থেকে আত্মহত্যার কথা জানানো হয়। এত মানুষের জমায়েত দেখে বুঝতে পারছি, বিচার পাবই। আশা করি, বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে ', রাসবিহারীতে আন্দোলনকারীদের মঞ্চে গিয়ে মন্তব্য মৃতের বাবার ( Victims Father On RG Kar Case)। 

এদিন নির্যাতিতার বাবা বলেন,' রাত্রি ১১ টা ১৫ মিনিটে ওর মায়ের সঙ্গে কথা হয়। খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে কিনা এই প্রসঙ্গে কথা হয়। জুনিয়রদের সঙ্গে সিনিয়ররা খাবার ভাগ করে নেয়। আর টানা ২৪ ঘণ্টা-৩৬ ঘণ্টা ডিউটি এগুলি কোনও আমার মেয়ের কাছে ব্যাপারই ছিল না। ..ডিউটি সেবার দেওয়া তাঁদের প্রধান ধর্ম থাকে। পরদিন সকালবেলা ১১ টার সময় আমরা জানতে পারি, আমার মেয়ে আত্মহত্যা করেছে। যেখানে সে গিয়েছিল, রোগীদের বাঁচাতে, সেখানেই তাঁর জীবনটা চলে যায়। এবং পরে আমরা গিয়ে দেখি বিষয়টা তা নয়। বিষয়টা ধর্ষণ এবং খুনের ঘটনা ঘটে আরজিকর হাসপাতালে। যাকে ১৫-২০ মিনিট বিশ্রাম করতে দেওয়া হয় না, সেখানে ৭-৮ ঘণ্টা কোনও জুনিয়র, কোনও স্টাফ এবং গ্রুপ ডি কর্মচারী কারও প্রয়োজন হল না ? ! এই প্রশ্ন নিয়ে আমি ১ মাস ধরে ঘুরছি। কেউ আমাকে এই প্রশ্নের উত্তর দিতে পারছে না।' 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram