RG Kar Protest: আর জি কর-কাণ্ডের বিরুদ্ধে ফের পথে নেমে প্রতিবাদ। শেষরাতে বেনজির জনজোয়ার।
ABP Ananda LIVE: চিকিৎসক ধর্ষণ-খুনের বিচার চেয়ে ফের পথে নেমে বেনজির প্রতিবাদ। শেষরাতে ফের বেনজির জনজোয়ার। হাইল্যান্ড পার্ক থেকে শ্যামবাজার-দীর্ঘ ৪২ কিমি রাস্তা জুড়ে রিলে মশাল মিছিল। কোথাও হুইলচেয়ারে, কোথাও ওয়াকার নিয়েই মিছিলে সামিল প্রবীণরাও। এই আগুন নিভবে না। আলোর সন্ধানে রাত জাগল কলকাতা। নির্যাতিতার পরিবারের সঙ্গে মধ্যরাতের অঙ্গীকার। লড়াই চলবে, বললেন জুনিয়র ডাক্তাররাও। শ্যামবাজারে নেতাজির মূর্তির পাদদেশে মশাল তুলে দেওয়া হল নির্যাতিতার পরিবারের হাতে।
ব্য়বসায়ীকে অপহরণ এবং মুক্তিপণ দাবির মতো গুরুতর অভিযোগে গ্রেফতার হয়েছেন বারাসাতের তৃণমূল কাউন্সিলর! আর সেই তদন্তেই উঠে এসেছে চাঞ্চল্য়কর তথ্য়! সিআইডি সূত্রে দাবি, শুধু ২০২৪ নয়, ২০২২ ও ২৩ সালেও অপহরণ করা হয়েছিল ত্রিপুরার ব্যবসায়ীকে। মুক্তিপণ হিসেবে আদায় করা হয় ৯ কোটি ২৫ লক্ষ টাকা। আর প্রতি ঘটনারই মাস্টারমাইন্ড বারাসাতের তৃণমূল কাউন্সিলর মিলন সর্দার। তাহলে কি মুক্তিপণের টাকাতেই ফুলেফেঁপে উঠেছে তৃণমূল কাউন্সিলরের সম্পত্তি? কিনতু, আগে ২ বার অপহৃত হলেও, কেন পুলিশের কাছে কোনও অভিযোগ দায়ের করেননি ওই ব্যবসায়ী? কেন বারবার একই ব্যবসায়ীকে অপহরণ? খতিয়ে দেখছে সিআইডি। গোয়েন্দারা জানতে পেরেছেন, অপহৃত ব্যবসায়ী সম্পর্কে তৃণমূল কাউন্সিলরকে টিপ দিতেন ত্রিপুরার আর এক ব্যবসায়ী। তাঁর খোঁজ করা হচ্ছে।