RG Kar News: আর জি কর মেডিক্যালে 'দুর্নীতি'র শিকড়ের খোঁজে সিবিআই | ABP Ananda LIVE

Continues below advertisement

ABP Ananda LIVE: আর জি কর মেডিক্যালে 'দুর্নীতি'র শিকড়ের খোঁজে সিবিআই। বেলেঘাটা, টালা, ট্যাংরা, এন্টালি, সাঁকরাইল, হাওড়ায় ম্যারাথন তল্লাশি। সন্দীপ ঘোষের বাড়িতে প্রায় ১২ ঘন্টার সিবিআই রেড, ম্যারাথন জিজ্ঞাসাবাদ। বিপ্লব সিংহের পর সুমন হাজরা, আরেক মেডিক্যাল সাপ্লায়ারের ঠিকানায় কেন্দ্রীয় এজেন্সি। সুমন হাজরার মেডিক্যাল স্টোর, বাড়িতে সিবিআই তল্লাশি। আর জি কর মেডিক্যালে কত বড় দুর্নীতি? শিকড়ের খোঁজে সাঁড়াশি অভিযানে সিবিআই। সকাল গড়িয়ে রাত, ফরেন্সিক মেডিসিনের ডেমনস্ট্রেটর দেবাশিস সোমকে জিজ্ঞাসাবাদ।  আর জি করের প্রাক্তন সুপার সঞ্জয় বশিষ্ঠের এন্টালি ও ট্যাংরার ঠিকানায় সিবিআই অভিযান। 

রবিবার সাতসকালে কেন্দ্রীয় বাহিনী নিয়ে সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়িতে সিবিআই। সোয়া একঘণ্টা পর দরজা খুললেন আর জি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ। দীর্ঘ অপেক্ষার পর বাড়িতে ঢুকলেন সিবিআই আধিকারিকরা। সিবিআইয়ের এই দলে রয়েছেন মহিলা আধিকারিকও। নিরাপত্তার খাতিরে এলাকা ঘিরে রেখেছে CISF। সন্দীপ ঘোষের বাড়ির বাইরে আগে থেকেই মোতায়েন রয়েছে কলকাতা পুলিশের একটি দল সিবিআই আধিকারিকরা বেশ কয়েকবার কলিংবেল বাজালেও বাড়ি থেকে সাড়া দেননি কেউ। সন্দীপ ঘোষের নাম ধরেও বেশ কয়েকবার ডাকা হয় ফোনও করা হয় আর জি কর মোডিক্যালের প্রাক্তন অধ্যক্ষকে। এরপর বেলেঘাটা থানায় যান দুই সিবিআই আধিকারিক। তার কিছুক্ষণের মধ্যেই দরজা খোলেন সন্দীপ ঘোষ। আর জি কর মেডিক্যালে পড়ুয়া-চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনা ছাড়াও হাসপাতালে আর্থিক দুর্নীতির তদন্তে সিবিআই। আর্থিক অনিয়ম-মামলায় প্রথম FIR-ও দায়ের করে তারা। গতকাল সন্দীপ ঘোষকে ১২ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় এজেন্সি। এই নিয়ে গত ৯ দিনে ১০০ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়েছে আর জি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষকে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram