RG Kar News: একজন তৃণমূল কর্মীর যা করার কথা সিভিক ভলান্টিয়ার তাই করেছে: শতরূপ
ABP Ananda LIVE: 'মমতা বন্দ্যোপাধ্যায় কদিন আগেই বলেছেন যারা আর জি কর কাণ্ডে প্রতিবাদ করবেন তাঁদের বিরুদ্ধে ফোঁস করতে হবে। এরা মূলত তৃণমূলের কর্মী, তৃণমূলের মাধ্যমে এদের নিয়োগ হয়েছে। এদের মাইনে দেয় পশ্চিমবঙ্গ সরকার। এর কাজ করে তৃণমূলের হয়ে। একজন তৃণমূল কর্মীর যা করার কথা সিভিক ভলান্টিয়ারের তাই করেছে', মন্তব্য শতরূপ ঘোষের।
আর জি কর-কাণ্ডে এবার কুণাল ঘোষের নিশানায় টালিগঞ্জের স্টুডিওপাড়ার একাংশ ।'পশ্চিমবঙ্গকে কলঙ্কিত করতে মুম্বইয়ে ছবি তৈরি হয়েছে, কী করছে টালিগঞ্জ ইন্ডাস্ট্রি?' । 'বিশেষ করে সেই সমস্ত প্রযোজক, পরিচালক, অভিনেতা, যাঁরা তৃণমূলের পদাধিকারী...''...যাঁরা ক্ষমতার ছত্রচ্ছায়ায় রয়েছেন, মমতা-অভিষেকের সঙ্গে মঞ্চ ভাগ করছেন' । বাংলার বিরুদ্ধে এই অপপ্রচার রুখতে তাঁরা কী করছেন? প্রশ্ন কুণালের । 'বিজেপির ন্যারেটিভ তৈরি করতে মুম্বইয়ের পরিচালক, প্রযোজক, অভিনেতারা রাজনৈতিক ছবি করেন'। এবার তো বাংলা নিয়ে কুৎসার ঝুলি আসছে' । অথচ টালিগঞ্জের বাবু/বিবিরা, যাঁরা মমতার সঙ্গে এক মঞ্চে, এক ফ্রেমে থাকেন...' তাঁরা নিজেদের ইমেজ গড়তে পেশার সৌজন্য নিয়ে ব্যস্ত, আক্রমণ কুণালের। রাজ্য মহিলা কমিশনে তালা লাগাও কর্মসূচি বিজেপির মহিলা মোর্চার। করুণাময়ীতে বিজেপির মহিলা মোর্চার মিছিল। মিছিল শুরুর আগেই করুণাময়ীতে পুলিশের ধরপাকড়। পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নবান্ন অভিযানে লাঠিচার্জ, কলকাতার পুলিশ কমিশনারকে নোটিস।