Nabanna Abijahn:'...রাজনীতির জন্য মৃতদেহ চাই' ! নবান্ন অভিযানের আগে বিস্ফোরক ভিডিও প্রকাশ্যে আনলেন কুণাল

Continues below advertisement

Kunal On Nabanna Abhijan: 'তদন্ত করছে সিবিআই, মামলা চলছে সুপ্রিম কোর্টে, কারা বলছে নবান্ন চলো? এই নবান্ন অভিযানের পিছনে রয়েছে বিজেপি, আরএসএস, সিপিএম। ধানতলা, বানতলা, তাপসী মালিক ধর্ষণের ঘটনায় কি মুখ্যমন্ত্রী ইস্তফা দিয়েছিলেন? চক্রান্তকারীরা বলছে, রাজনীতি করার জন্য মৃতদেহ চাই', ভিডিও দেখিয়ে দাবি কুণাল ঘোষের

'আর জি করের বিচার চাইলে, আমাদের সবার একটাই স্বর। কিন্তু মুখ্যমন্ত্রীর ইস্তফা চাইলে ময়দানে খেলা হবে', হুঙ্কার তৃণমূল নেতা কুণাল ঘোষের। 'বেআইনি, অবৈধ ভাবে কালকের নবান্ন অভিযান ডাকা হয়েছে। সোশাল মিডিয়ায় লোক খেপিয়ে অরাজকতা তৈরির চেষ্টা চলছে। যারা বাংলায় প্রত্যাখ্যাত হয়েছে, তারা উস্কানি দিয়ে হিংসা করাতে চাইছে। বাইরের রাজ্য থেকেও বাংলায় নাশকতার জন্য লোক ঢোকানো হতে পারে। পুলিশের পোশাক পরে গুলি চালিয়ে সরকারকে বদনাম করার চেষ্টা হতে পারে। কাল পরীক্ষা রয়েছে, ছাত্র সমাজের নামে অরাজকতা তৈরির চেষ্টা হচ্ছে। শকুনের রাজনীতি করছে।' ABP Ananda LIVE 

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram