RG Kar Doctor's Death: ‘RG করের আবর্জনা এখানে কেন ? সন্দীপ ঘোষকে আমরা চাই না..'
RG Kar Doctor's Death Sandip Ghosh: চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় ফুঁসছে বাংলা। সন্দীপ ঘোষের আসার আগে, ন্যাশনাল মেডিক্যালের অধ্য়ক্ষের ঘরে তালা লাগিয়ে দিয়েছেন সেখানকার আন্দোলনকারী পড়ুয়ারা। আজ হাসপাতালে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন, তৃণমূল বিধায়ক স্বর্ণকমল সাহা এবং জাভেদ খান। ওঠে গো ব্যাক স্লোগান।
সন্দীপ ঘোষকে অধ্যক্ষ হিসেবে মানতে নারাজ ন্য়াশনাল মেডিক্যাল কলেজের পড়ুয়া-চিকিৎসকরা। অধ্যক্ষের ঘরের সামনে প্রশাসনিক ভবনের গেটেই তালা ঝুলিয়ে দিলেন তাঁরা। হাসপাতালে চলল আন্দোলনকারীদের রাত পাহারা। অধ্যক্ষের ঘরে সামনে পড়ল ‘সন্দীপ ঘোষ ফিরে যাও’ লেখা পোস্টার। ‘ন্যাশনাল মেডিক্যাল আস্তাকুঁড় নয়’, ‘RG করের আবর্জনা এখানে কেন’? ‘সন্দীপ ঘোষকে আমরা চাই না’, প্ল্য়াকার্ডে, পোস্টারে দাবিতে অনড় পড়ুয়া-চিকিৎসকরা। অধ্যক্ষের গাড়ির ঢোকার রাস্তায় বসে পড়েন পড়ুয়া-চিকিৎসকরা। মন্ত্রী জাভেদ খানকে সঙ্গে নিয়ে সকালে ন্যাশনাল মেডিক্যাল কলেজে যান রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান, এন্টালির তৃণমূল বিধায়ক স্বর্ণকমল সাহা। তাঁদের সামনেই লাগাতার চলল ‘গো ব্যাক’ স্লোগান। বিক্ষোভের মুখে ফিরে যেতে হয় মন্ত্রী ও বিধায়ককে। ABP Ananda LIVE