RG Kar Protest: 'আমাদের দাবি পূরণ না হলে অনশন চলবে', মন্তব্য জুনিয়র চিকিৎসকদের

Continues below advertisement

ABP Ananda LIVE: 'আমরা হঠাৎ করে অনশনে বসিনি, অনশনে বসতে বাধ্য হয়েছি' । আমরা কাজে ফিরতে চাই, আমাদের ন্যায্য় দাবি মেনে নেওয়া হোক'  । 'আমাদের দাবি পূরণ না হলে অনশন চলবে' । 'জটিলতার দ্রুত সমাধান আমরা চাই' । 'আমাদের দাবি নিয়ে স্পষ্ট ধারণা নেই মুখ্যমন্ত্রীর' 'আমরা এখনও ন্যায়বিচার পাইনি' । 'মনে হচ্ছে, মুখ্যমন্ত্রী কোথাও কোথাও ধৈর্য হারাচ্ছেন' । 'সোমবার আমরা নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করব' । 'আমরা মনোক্ষুণ্ণ হলেও মুখ্যমন্ত্রীকে অভিভাবক হিসেবেই দেখি' । 'আমাদের ১০ দফা দাবির কথা উনি স্পষ্টভাবে জানেন না' । এতদিন পর কেন শুনতে হল, মুখ্যমন্ত্রী আমাদের দাবির কথা জানেন না?' । 'তাহলে কি আমাদের দাবির কথা মুখ্যমন্ত্রীর কানে পৌঁছয়নি?' । আমদের বলা হচ্ছে, কাজে ফিরছি না কেন?' । 'রাজ্য জুড়ে সব জায়গায় পরিষেবা দেওয়া হয়েছে' । আমাদের অনশনকে খাটো করে দেখা হচ্ছে' । ফোনে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলার পর মন্তব্য জুনিয়র চিকিৎসকদের

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram