SC On RG Car Case: RG কর মামলায় আজ সুপ্রিম কোর্টে শুনানি, অপেক্ষায় সারা দেশ

Continues below advertisement

RG Kar Case in Supreme Court: জুনিয়ার ডাক্তারদের সঙ্গে প্রায় পাঁচ ঘণ্টা বৈঠকের পর, কলকাতার পুলিশ কমিশনার, স্বাস্থ্য় অধিকর্তা, স্বাস্থ্য় শিক্ষা অধিকর্তা ও ডিসি নর্থকে সরানোর সিদ্ধান্ত ঘোষণা করলেন মুখ্য়মন্ত্রী। আর জি কর মামলায় এবার কী হতে চলেছে? তা জানতে আজ সারা দেশের নজর সুপ্রিম কোর্টে শুনানির দিকে। আর জি কর মেডিক্য়াল কলেজে চিকিৎসকের ধর্ষণ-খুনের মামলায় মঙ্গলবার সুপ্রিম কোর্টে শুনানি। তার আগে বড়সড় জয় পেলেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা। কালীঘাটে ম্য়ারাথন বৈঠক শেষে কলকাতা পুলিশ কমিশনার স্বাস্থ্য় অধিকর্তা স্বাস্থ্য় শিক্ষা অধিকর্তা ও ডিসি নর্থকে সরানোর সিদ্ধান্ত ঘোষণা করলেন মুখ্য়মন্ত্রী। মুখ্য়মন্ত্রী  মমতা বন্দ্য়োপাধ্য়ায় বলেন, মঙ্গলবার ৪টের পর আমরা কলকাতা পুলিশে বদল আনব এবং নতুন সিপিকে দায়িত্বভার বিনীত দেবেন। যতক্ষণ পর্যন্ত কোর্ট কেসটা কাল শেষ না হচ্ছে, ৪টের পর আমরা সময় দিয়েছি। সেক্ষেত্রে নতুন সিপি এবং আরও কিছু পুলিশে রদবদল হবে। যেহেতু ওইদিন সিপি পৌঁছনোর আগে নর্থের ডিসি পৌঁছেছিলেন আগে এবং ১৪ তারিখে ঘটনাটা ঘটেছিল এবং ওরা অভিযোগ করেছিল, যার জন্য নর্থের ডিসিকেও সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। 
 
 এই আবহেই আজ সুপ্রিম কোর্টে শুনানি। তদন্ত কতদূর এগোল তা নিয়ে রিপোর্ট জমা দেবে সিবিআই। অন্য়দিকে সরকার ও আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের বৈঠক এবং সরকারের সিদ্ধান্তের বিষয়টিও উঠবে প্রধান বিচারপতির বেঞ্চে। গত শুনানির তুলনায় মঙ্গলবারের শুনানিতে একটা ছবি বদলাতে চলেছে। এতদিন জুনিয়র ডাক্তারদের হয়ে সওয়াল করতে দেখা গেছে সিনিয়র অ্য়াডভোকেট গীতা লুথরাকে। মঙ্গলবার জুনিয়র ডাক্তারদের হয়ে সওয়াল করবেন সুপ্রিম কোর্টের বর্ষীয়ান আইনজীবী সিনিয়র আইনজীবী ইন্দিরা জয়সিং। সম্প্রতি গণেশ পুজো উপলক্ষ্য়ে প্রধান বিচারপতির বাড়িতে গেছিলেন নরেন্দ্র মোদি। যা নিয়ে সমালোচনায় সরব হন আইনজীবী ইন্দিরা জয়সিং। সোশাল মিডিয়ায় তিনি লেখেন। খোদ দেশের প্রধান বিচারপতি প্রশাসন এবং বিচারব্যবস্থার মধ্যে দূরত্বের সঙ্গে আপস করেছেন। এই ঘটনায় প্রধান বিচারপতির নিরপেক্ষতা নিয়ে আর আস্থা রাখতে পারছি না। বার অ্যাসোসিয়েশনের প্রকাশ্যে এই ঘটনার নিন্দা করা উচিত।
 

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram