RG Kar Hospital: কলকাতা পুলিশের ওয়েলফেয়ার কমিটির ছাতার তলায় ছিল সঞ্জয়, কার মদতে এত দাপট?

Continues below advertisement

 Kolkata News: আরজি কর কাণ্ডে ধৃত সিভিক ভলেন্টিয়ার হয়েও কলকাতা পুলিশের ওয়েলফেয়ার কমিটির ছাতার তলায় ছিল সঞ্জয়। করত না ডিউটি। ঘাঁটি ছিল পুলিশ ব্যারাক। কার মদতে এত দাপট? কলকাতা পুলিশের বাইক নিয়ে দাপিয়ে বেড়াত সঞ্জয়। আরজি করে চিকিৎসক খুনে ধৃত সঞ্জয়ের কুকীর্তির কথা স্বীকার কলকাতা পুলিশে কর্মরত দিদির। পুলিশ সংগঠনের ছত্রছায়ায় থেকেই কি লাগামহীন ধর্ষণ-খুনে ধৃত সঞ্জয়?  মহিলা চিকিৎসককে ধর্ষণ-খুন। চাপের মুখে অপসারিত আরজি করের সুপার সঞ্জয় বশিষ্ঠ। সাসপেন্ড ২ নিরাপত্তারক্ষী। প্রিন্সিপালের অপসারণ চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি প্রাক্তনীদের। কলকাতা থেকে জেলা, ডাক্তার খুনের প্রতিবাদে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি। পরিষেবা স্বাভাবিক রাখতে চিকিৎসকদের ছুটি বাতিল রাজ্যের। যাঁরা ছুটিতে তাঁদেরও কাজে যোগ দেওয়ার নির্দেশ। আর জি কর কাণ্ডের প্রতিবাদ। আজ থেকে দেশজুড়ে আন্দোলনে ফেডারেশন অফ রেসিডেন্ট ডক্টর্স অ্যাসোসিয়েশন, কর্মবিরতির ডাক। এমারজেন্সিকে ছাড়। পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা। ABP Ananda Live  

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram