RG Kar News: মধ্যরাতে আর জি করে হামলা, 'ভয় পেয়েছেন মুখ্যমন্ত্রী', বলছেন সুজন চক্রবর্তী | ABP Ananda Live

ABP Ananda Live: আর জি করে মধ্যরাতে তাণ্ডব। এই ঘটনায় বিস্ফোরক অভিযোগ করেছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। তাঁর কথায়, মুখ্যমন্ত্রী যেভাবে বলেছেন সেভাবে ব্লুপ্রিন্ট তৈরি হয়েছে। তিনি আরও বলেছেন, ভয় পেয়েছেন মুখ্যমন্ত্রী। আর তাই অপরাধীদের প্রশয় দেওয়ার জন্য, আন্দোলনকে বদনাম করার জন্য এইসব কাজ করিয়েছেন মুখ্যমন্ত্রী। 

আর জি কর মেডিক্যালে দুষ্কৃতী তাণ্ডব। মধ্যরাতে দুষ্কৃতীদের অবাধ স্বাধীনতা, তছনছ আর জি কর মেডিক্যাল। প্রায় ৪০ মিনিট ধরে হাসপাতাল দাপিয়ে বেড়াল গুন্ডাবাহিনী, দর্শক পুলিশ। হাসপাতাল প্রায় গুঁড়িয়ে দেওয়ার পরে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের সংঘর্ষ। রড, ইট, কাচের বোতল হাতে গুন্ডাদের হামলা, এখনও গ্রেফতার মাত্র ৯! 

মাঝরাতে RG কর মেডিক্যাল কলেজে পুলিশের সামনেই প্রায় ৪০ মিনিট ধরে চলল কয়েকশো লাঠিধারীর তাণ্ডব। জাতীয় পতাকা নিয়ে ‘জাস্টিস চাই’ স্লোগান দিয়ে রড, কাচের বোতল, ইট হাতে দাপিয়ে বেড়াল দুষ্কৃতীরা। হাসপাতাল চত্বর থেকে শ্যামবাজার পর্যন্ত গোটা এলাকা ঘণ্টাতিনেক ধরে হয়ে উঠেছিল দুষ্কৃতীদের মুক্তাঞ্চল। ভাঙচুর চলল হাসপাতালের ইমার্জেন্সি, HDU, ENT বিভাগ, নার্সিং স্টাফদের ঘর, মেডিসিন স্টোর। তিনতলায় কব্জা 
সমেত উপড়ে ফেলা হল তদন্তকারী সংস্থার সিল করা দরজা। সিঁড়ি দিয়ে উঠে চারতলার সেমিনার হলেও ভাঙচুর চালানোর পরিকল্পনা ছিল হামলাকারীদের। আলো নিভিয়ে, চারতলার দরজা ভিতর থেকে বন্ধ করে রক্ষা করা হল সেমিনার হল। ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল অক্সিজেনের পাইপ, ভেন্টিলেটর। ভাঙচুর চলল হাসপাতালের পুলিশ ফাঁড়ি, ব্যারাক, OC-র ঘর, CC ক্যামেরার সার্ভার রুমে। রেফ্রিজারেটর উল্টে মাটিতে পড়ে নষ্ট হল লক্ষ লক্ষ টাকার ওষুধ। পুলিশের গার্ডরেল দিয়েই হাসপাতালের কোলাপসিবল গেট ভাঙল হামলাকারীরা। ভাঙা হল আন্দোলনকারীদের মঞ্চ। ইটের ঘায়ে জখম হন ১৫ জন পুলিশ কর্মী। মাথা ফাটল মানিকতলা থানার OC দেবাশিস দত্তর। হাসপাতালে ভর্তি DC নর্থ অভিষেক গুপ্ত, জানালেন পুলিশ কমিশনার। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola