RG Kar Doctors Protest: আজ ফের রাত দখল, এবার স্বাস্থ্য ভবনের সামনে থেকে রাতদখলের ডাক দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা
Continues below advertisement
মঙ্গলবার দুপুর থেকে শনিবার সকাল, ৫ দিনে পড়ল স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র চিকিৎসকদের ধর্না-অবস্থান। রাজ্য সরকার শর্ত না মানায়, আন্দোলনের ঝাঁঝ প্রতিদিনই তীব্র থেকে তীব্রতর হচ্ছে। এর মধ্যেই আজ আর জি কর হাসপাতালে ভাঙচুরের একমাস পূর্ণ হচ্ছে। গত ১৪ অগাস্ট, মহিলাদের রাতদখলের সময়, হাসপাতালের ইমার্জেন্সি বিল্ডিংয়ে তাণ্ডব চালায় একদল দুষ্কৃতী। কিন্তু কাদের নির্দেশে হামলা চলেছিল, তা এখনও সামনে না আসায়, এবার স্বাস্থ্য ভবনের সামনে থেকে রাতদখলের ডাক দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা।
Continues below advertisement
Tags :
RG Kar Principal RG Kar Protest RG Kar Incident RG KAr News RG Kar News Update RG Kar Medical College Incident RG KAR Rg Kar Latest News Cbi Rg Kar Latest News Today