RG Kar Incident : চিকিৎসকদের অবস্থান-বিক্ষোভ নিয়ে সিঙ্গল বেঞ্চের রায় বহাল রাখল ডিভিশন বেঞ্চ
ABP Ananda LIVE : সিঙ্গল বেঞ্চের পর, এবার ডিভিশন বেঞ্চেও ধাক্কা খেল রাজ্য সরকার। চিকিৎসকদের অবস্থান-বিক্ষোভ নিয়ে সিঙ্গল বেঞ্চের রায় বহাল রাখল ডিভিশন বেঞ্চ। কর্মসূচি চালিয়ে নিয়ে যাওয়ার অনুমতি দিল বিচারপতি হরিশ টন্ডন এবং বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যর বেঞ্চ। আর জি কর হাসপাতালের ঘটনা নজিরবিহীন, অকল্পনীয় এবং ভয়ঙ্কর বলে মন্তব্য করেন বিচারপতি হরিশ টন্ডন। ২০ থেকে ২৬শে ডিসেম্বর, ধর্মতলায় জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টরসকে অবস্থান বিক্ষোভের অনুমতি দেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। এই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য সরকার।
রেশনবণ্টন দুর্নীতি মামলায় ED-র হাতে গ্রেফতার তিন চালকল মালিক। ইতিমধ্য়েই তাঁদের সিজিও কমপ্লেক্সে ED-র দফতরে আনা হয়েছে। ED সূত্রে দাবি, ধৃতদের মিলের মাধ্য়মে বছরের বছর পর ধরে রেশনের সামগ্রী বিক্রি করা হয়েছে। সম্প্রতি এই তিন চালকলের মালিকদের মিলে তল্লাশি চালিয়ে একাধিক নথি বাজেয়াপ্ত করা হয় গতকাল গভীর রাত পর্যন্ত তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর তদন্তে সহযোগিতা না করার অভিযোগে গ্রেফতার করা হয় তাঁদের ED- সূত্রে দাবি, ধৃতদের আজ হেফাজতে চেয়ে আদালতে পেশ করা হবে।