RG Kar Incident: প্রতিবাদ চলছে, থেমে নেই পরিষেবা, অস্থায়ী স্বাস্থ্য় ক্লিনিক আরজি কর হাসপাতালের জুনিয়র ডাক্তারদের
চিকিৎসককে ধর্ষণ-খুনের একমাস। আগামীকাল সুপ্রিম কোর্টে শুনানি। তার আগে আজ ফের পথে নামছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স। দুপুর ৩টেয় NRS মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে মিছিলের ডাক দেওয়া হয়েছে। মিছিল যাবে ধর্মতলা পর্যন্ত। মিছিলে যোগ দেওয়ার জন্য চিকিৎসক, নার্স, স্বাস্থ্য কর্মী, মেডিক্যাল পড়ুয়া থেকে শুরু করে তাঁদের অভিভাবক, সাধারণ মানুষকে আহ্বান জানিয়েছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স। জেলায়, জেলায়, গ্রামে-গঞ্জেও এই মিছিলের ডাক দেওয়া হয়েছে বলে সংগঠনের তরফে জানানো হয়েছে।
আগামীকাল সুপ্রিম কোর্টে আর জি কর-মামলার শুনানি। তার আগে আজ সাধারণ মানুষের মতামত জানতে পথেই আদালত বসাচ্ছেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। কর্মসূচির নাম, ‘জনতার মতামত, রাজপথে আদালত‘। আজ জেলায় জেলায় সকাল ১০টা থেকে অস্থায়ী স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে। এই ক্লিনিক সংলগ্ন এলাকাতেই আদালত বসাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। ‘রাজপথের আদালত‘ খোলা থাকবে সকাল ১০টা থেকে দুপুর ২টো পর্যন্ত। সেখানে জনতার দরবারে কয়েকটি প্রশ্ন রাখা হয়েছে। সেই সব প্রশ্নের জবাব পেতেই নিজেদের আদালত খুলছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্ট। এ ছাড়াও, আজ বিকেল ৫টায় রাস্তায় নেমে জাতীয় সঙ্গীত গেয়ে মানববন্ধনের ডাক দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। এর পাশাপাশি, আজ মধ্যরাতে রাস্তায় বেরিয়ে পড়ারও আহ্বান জানিয়েছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্ট।