RG Kar Update: কলকাতা হাইকোর্টে ধাক্কা রাজ্য সরকারের, মিলল 'দ্রোহের কার্নিভালের' অনুমতি।

Continues below advertisement

RG Kar News: ২ ঘন্টার মধ্যে বদলে গেল ছবি। সরল ব্যারিকেড, হাইকোর্টে জিতল 'দ্রোহের কার্নিভাল'। সরানো হচ্ছে ব্যারিকেড। ফের কলকাতা হাইকোর্টে ধাক্কা রাজ্য সরকারের। ফের আদালতে ধাক্কা রাজ্যের। রানি রাসমণি রোডে 'দ্রোহের' কার্নিভালে অনুমতি আদালতের। জয়েন্ট ফোরাম অফ ডক্টর্সকে অনুমতি বিচারপতি রবি কিষাণ কপূরের। কলকাতায় কার্নিভাল বনাম কার্নিভাল। একদিকে রাজ্য সরকারের আয়োজিত পুজোর কার্নিভাল
অন্যদিকে চিকিৎসকদের ডাকা দ্রোহের কার্নিভাল। দ্রোহের কার্নিভাল রুখতে ধর্মতলা সংলগ্ন এলাকায় BNSS ১৬৩ ধারা। রাজ্য কি সত্যিই এই মামলার বিরোধিতা করছে? প্রশ্ন বিচারপতির। রাজ্য কি দুটো কার্নিভাল নিয়ন্ত্রণ করতে পারবে না? প্রশ্ন বিচারপতি রবি কিষাণ কপূরের। ১৬৩ ধারার এই বিজ্ঞপ্তি অসামঞ্জস্যপূর্ণ, মন্তব্য বিচারপতির। আদালতের রায়ের পরেই লৌহকপাটের দরজা খুলল। ছিঁড়ল রানি রাসমণি অ্যাভিনিউয়ের লোহার ব্যারিকেডের শেকল। অনশন মঞ্চে জয়ের শঙ্খধ্বনি। ABP Ananda Live 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram