RG Kar Live: RG Kar কাণ্ডে ফুটবলপ্রেমীদের প্রতিবাদ, পুলিশের সঙ্গে দফায় দফায় খণ্ডযুদ্ধ
ABP Ananda Live: রণক্ষেত্র বাইপাস, কাদাপাড়ায় পুলিশ-জনতা খণ্ডযুদ্ধ। ইস্টবেঙ্গল-মোহনবাগান-মহামেডান সমর্থকদের জমায়েত হঠাতে পুলিশের লাঠিচার্জ। ডার্বি বাতিলেও যুবভারতীতে আছড়ে পড়ল প্রতিবাদের ঢেউ। লাঠিচার্জ করে প্রতিবাদীদের হটিয়ে দেয় পুলিশ। দুই ক্লাবের একাধিক সমর্থকদের প্রিজন ভ্যানে তোলা হয়। সমর্থকদের তরফে বলা হয়, মহিলা সমর্থকদের উপরও লাঠিচার্জ করা হয়। পুলিশের তরফে বলা হয়, সমর্থকরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করেছে, সেই কারণেই তাঁদের থামানোর চেষ্টা করা হয়। কাদাপাড়া এলাকায় পুলিশের সঙ্গে স্থানীয় বাসিন্দাদেরও খণ্ডযুদ্ধ শুরু হয়ে যায়। সমর্থকদের তরফে যদিও বলা হয়েছে, ডার্বি বাতিল হলেও তাঁরা আরজি করে চিকিৎসকের মৃত্যুর বিচার চেয়ে আজ মাঠ দখলের জন্য নামেন। সেই মতোই 'ইলিশ-চিংড়ি' এক হয়ে আজ স্লোগানও দেন তাঁরা। কাঁধে কাঁধ মিলিয়েই 'উই ওয়ান্ট জাস্টিস'-এর জন্য লড়াই করতে এদিন ৫টার সময় শান্তিপূর্ণ প্রতিবাদ শুরু করে তাঁরা।