RG Kar Live: 'প্রতিটা বাবা-মা ভয়ে আছে', আরজি করে ঘটনায় মন্তব্য লকেটের। ABP Ananda Live

Continues below advertisement

ABP Ananda Live: আরজি কর ইস্যুতে উত্তাল গোটা রাজ্য সহ দেশ। আগামী রবিবার পর্যন্ত ডেডলাইন বেঁধে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওপর দিকে জুনিয়র চিকৎিসকরা ডেডলাইন দিয়েছে ৪৮ ঘন্টা পর্যন্ত।  আরও খবর, শরীরজুড়ে অসংখ্য় ক্ষত!! একা সঞ্জয় রায়ের পক্ষে এই নারকীয় অত্য়াচার কার্যত অসম্ভব। আরজি কর হাসপাতালে, নিহত চিকিৎসকের শরীরে অত্য়াচারের ভয়াবহতা দেখে, এমনই মত ফরেন্সিক বিশেষজ্ঞদের। এমনকী, রবিবার কুণাল ঘোষ যে ভাইরাল অডিও এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন, সেখানেও শোনা যাচ্ছে, এটা দু থেকে তিনজনের কাজ হতে পারে! প্রশ্ন উঠছে, যদি সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের একার পক্ষে এই পাশবিক অত্য়াচার চালানো সম্ভব না হয়, তাহলে সঞ্জয়ের সঙ্গে, আর কি কেউ ছিল? এই প্রসঙ্গেই উঠে আসছে, 'ভিতরের লোক' থাকার তত্ত্ব। কুণাল ঘোষের পোস্ট করা ভাইরাল অডিওতেও সেই ইঙ্গিত মিলেছে। আজ মুখ্যমন্ত্রী বলেন, যদি ভিতরে কেউ থাকে, কারও প্রতি সন্দেহ হয়, যাঁরা ছিল যাঁরা ওর বন্ধুবান্ধব তাঁদের সবাইকে ডেকে কথা বলবে পুলিশ। ন্যাশনাল মেডিক্যালে তুমুল বিক্ষোভ, উঠল গো-ব্যাক স্লোগান,ফিরতে হল জাভেদ খানকে।  'প্রতিটা বাবা-মা ভয়ে আছে', আরজি করে ঘটনায় মন্তব্য লকেটের।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram