RG Kar Live: ন্যাশনাল মেডিক্যাল কলেজের অধ্যক্ষ পদে সন্দীপ ঘোষকে বসানো নিয়ে উত্তাল হাসপাতাল।
National Medical College: ন্যাশনাল মেডিক্যাল কলেজের অধ্যক্ষ পদে সন্দীপ ঘোষকে বসানো নিয়ে উত্তাল হাসপাতাল। অধ্যক্ষের ঘরে ঢোকার মূল গেটে লাগানো হয়েছে তালা। ঘটনাস্থলে পৌঁছেছেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান স্বর্ণকমল সাহা, স্বর্ণকমল সাহাকে ঘিরে বিক্ষোভ ছাত্রদের, 'গো ব্যাক' স্লোগান। ন্যাশনাল মেডিক্যালে এসে পৌঁছে গেছেন প্রাক্তন অধ্যক্ষ অজয় রায়ও।
উত্তাল আরজি কর, টানা কর্মবিরতি চালাচ্ছেন ডাক্তাররা এবং জুনিয়র পড়ুয়া ডাক্তাররা। শুধু মাত্র আরজি কর মেডিকেল কলেজ নয় রাজ্য জুড়ে কর্মবিরতিতে জুনিয়র ডাক্তাররা। আন্দোলন আরও জোরদার হচ্ছে। গতকাল থেকে আজ অবধি অচল অবস্থা রয়েছে আরজি কর । আরও খবর, শরীরজুড়ে অসংখ্য় ক্ষত!! একা সঞ্জয় রায়ের পক্ষে এই নারকীয় অত্য়াচার কার্যত অসম্ভব। আরজি কর হাসপাতালে, নিহত চিকিৎসকের শরীরে অত্য়াচারের ভয়াবহতা দেখে, এমনই মত ফরেন্সিক বিশেষজ্ঞদের। এমনকী, রবিবার কুণাল ঘোষ যে ভাইরাল অডিও এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন, সেখানেও শোনা যাচ্ছে, এটা দু থেকে তিনজনের কাজ হতে পারে! প্রশ্ন উঠছে, যদি সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের একার পক্ষে এই পাশবিক অত্য়াচার চালানো সম্ভব না হয়, তাহলে সঞ্জয়ের সঙ্গে, আর কি কেউ ছিল? এই প্রসঙ্গেই উঠে আসছে, 'ভিতরের লোক' থাকার তত্ত্ব। কুণাল ঘোষের পোস্ট করা ভাইরাল অডিওতেও সেই ইঙ্গিত মিলেছে। আজ মুখ্যমন্ত্রী বলেন, যদি ভিতরে কেউ থাকে, কারও প্রতি সন্দেহ হয়, যাঁরা ছিল যাঁরা ওর বন্ধুবান্ধব তাঁদের সবাইকে ডেকে কথা বলবে পুলিশ।