RG Kar Live: 'এটা অনেক বড় লড়াই', আর জি কর আন্দোলন নিয়ে বললেন পরমব্রত চট্টোপাধ্যায়।
Parambrta Chatterjee: 'বাংলা কোনও দিনও দেখেনি, ভারতবর্ষ কোনও দিন দেখেনি একটা রাজ্যে স্বাধীনতা দিবস ছাড়া এত জাতীয় পতাকা উড়তে পারে। আমরা আমাদের প্রাথমিক পরিচয়ে এসে দাঁড়িয়েছি। আমরা ভারতবাসী, আমাদের প্রাথমিক পরিচয়। তারপর কে কোন দলে ভোট দেয়, কে কোন দলের সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার। আজকে আমাদের যখন শিড়ায় টান পড়েছে মেরুদন্ডে লেগেছে আমরা উঠে দাঁড়িয়েছি ভারতবর্ষ হিসেবে। আমার গর্ব হয় এমন একটা শহরে থাকি যেখানে আমরা বুক চিতিয়ে বলতে পারি আমরা কী চাই আর চাই না', বললেন কৌশিক গঙ্গোপাধ্যায়। 'এটা অনেক বড় লড়াই', আর জি কর আন্দোলন নিয়ে বললেন পরমব্রত চট্টোপাধ্যায়। আর জি কর কাণ্ডের বিচার চেয়ে রং তুলি, মানব বন্ধনে শহর জুড়ে প্রতিবাদ। দিকে দিকে প্রতিবাদ মিছিল। গান-কবিতা প্রতিবাদে পথে নাগরিকরা। কাল চিকিৎসক ধর্ষণ-খুনের ১ মাস, আজ ফের 'রাত দখল'। কাল সুপ্রিম কোর্টে ফের আর জি কর-কাণ্ডের শুনানি, তার আগে আজ ফের রাত জাগবে বাংলা। কাল শিলিগুড়িতে ভোর দখলের ডাক। আর জি কর কাণ্ডের বিচার চেয়ে ফের পথে চিকিৎসকরা । মৌলালিতে কালো বেলুন উড়িয়ে প্রতিবাদ চিকিৎসকদের।