Ananda Sokal: 'টাকা দিতে চেয়েছিলেন ডিসি নর্থ', বিস্ফোরক নির্যাতিতার বাবা। ABP Ananda Live

Continues below advertisement

RG Kar Live: ঘরে ঢুকে টাকা অফার করছিল পুলিশ, বিস্ফোরক অভিযোগ নির্যাতিতার পরিবারের। : 'আমি এই অভাগী অভয়ার দাদা, রাখিটা এবার বাঁধতে পারিনি...আমরা বুঝতে পারিনি দেহটা হাসপাতাল থেকে বের করার এত কী তাড়া ছিল প্রশাসনের। দেহ সৎকার করার জন্য এত কী তাড়া ছিল। আমরা চেয়েছিলাম দেহ থাক। সেই সুযোগ প্রশাসন দেয়নি। সবার কাছে আমাদের দাবি এই নারকীয় কাণ্ডে যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দায়ী তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। যারা এটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছিল তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক', দাবি আরজি কর কাণ্ডের নির্যাতিতার দাদার। মঙ্গলবার, কুণাল ঘোষ দাবি করেছিলেন, আন্দোলনকারীদের তরফে তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। বুধবার, কুণাল ঘোষের দাবি খারিজ করে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা স্পষ্ট জানালেন তাঁদের আন্দোলন সম্পূর্ণ অরাজনৈতিক। কারও সঙ্গে যোগাযোগ করা হয়নি তাঁদের তরফে। মঙ্গলবারের ছবিতে কুণাল ঘোষের সঙ্গে ৪ জন পড়ুয়াকে বসে থাকতেও দেখা যায়। এদিন সেই চার জন ডাক্তারি পড়ুয়াকে সঙ্গে নিয়ে সাংবাদিক বৈঠক করে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট। কুণাল ঘোষের দাবি খারিজ করে তাঁরা স্পষ্ট জানান তাঁদের আন্দোলন সম্পূর্ণ অরাজনৈতিক। কারও সঙ্গে যোগাযোগ করা হয়নি আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের। জুনিয়র চিকিৎসকরা যে আন্দোলনে কোনও ধরনের রাজনৈতিক রং লাগাতে দিতে নারাজ, তা ফের স্পষ্ট করে দিলেন তাঁরা। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram