RG Kar News: কুণাল ঘোষের দাবি খারিজ করে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা
Continues below advertisement
ABP Ananda Live: মঙ্গলবার, কুণাল ঘোষ দাবি করেছিলেন, আন্দোলনকারীদের তরফে তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। বুধবার, কুণাল ঘোষের দাবি খারিজ করে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা স্পষ্ট জানালেন তাঁদের আন্দোলন সম্পূর্ণ অরাজনৈতিক। কারও সঙ্গে যোগাযোগ করা হয়নি তাঁদের তরফে।
আরও খবর, আর জি-কর (RG kar) কাণ্ডের প্রতিবাদে ফের পথে সুখেন্দুশেখর রায়। তৃণমূল সাংসদ সুখেন্দুশেখরের চোখে জল ! দিল্লিতে মোমবাতি হাতে প্রতিবাদ তৃণমূল সাংসদের। বাস্তিল দুর্গ পতন স্মরণ করানোর পর মর্যাদা নিয়ে বাঁচার ডাক। আজ ফের সোশাল সাইটে পোস্ট সুখেনদুশেখর রায়ের। 'আর জি কর মেডিক্যাল তথ্যপ্রমাণ লোপাট করতে সময় দেওয়া হয়েছে'। 'গোটা ঘটনায় পরিকল্পিত ও নেপথ্যে চক্রান্ত রয়েছে'। 'এভাবে বিচারের দীর্ঘসূত্রিতা মেনে যাওয়া যায় না'।
Continues below advertisement