RG Kar Live: 'আন্তরিকভাবে ভালোবাসা জানায়', মেয়েকে হারিয়েও সমর্থনের জোয়ারে অভিভূত নির্যাতিতার মা।
RG Kar News: আরজি কর হাসপাতালে ধর্ষণ করে নৃশংস ভাবে খুন করা হয়েছে মহিলা চিকিৎসককে। সুবিচারের দাবিতে বুধবার ১৪ অগস্ট, স্বাধীনতা দিবসের প্রাক্কালে রাতের রাস্তা দখলে পথে নেমেছিলেন অগুনতি সাধারণ মানুষ। শহর থেকে জেলা সর্বত্র দেখা গিয়েছে জনজোয়ার। এই প্রসঙ্গে মৃতা চিকিৎসকের বাবা বলেছেন, যাঁরা পথে নেমেছেন তাঁরা সকলেই তাঁর সন্তানসম। এক মেয়েকে হারিয়ে তিনি অনেক মেয়ে পেয়েছেন। মিছিলে হাঁটা তরুণরা তাঁর ছেলের মত। সুবিচার, ন্যায় পাওয়া না পর্যন্ত এঁরা সকলেই তাঁর পাশে থাকবে বলে বিশ্বাস মৃতার বাবার। নিজের মেয়েকে কখনও ধন্যবাদ জানাননি। তাই সন্তানসম এই তরুণ, তরুণীদেরও ধন্যবাদ জানিয়ে তাঁদের প্রতিবাদকে ছোট করতে চান না বলেও জানিয়েছেন তিনি। 'আন্তরিকভাবে ভালোবাসা জানায়', মেয়েকে হারিয়েও সমর্থনের জোয়ারে অভিভূত নির্যাতিতার মা।