RG Kar Live: 'CBI-কে যথেষ্ট সময় দিতে হবে', মন্তব্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির।

Continues below advertisement

RG Kar News: আর জি হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের মামলায় সিবিআই তদন্তের স্টেটাস রিপোর্ট আজ জমা পড়ল সুপ্রিম কোর্টে। সিবিআইয়ের স্টেটাস রিপোর্ট দেখে বিচলিত বিচারপতিরা। তাঁরা বলেন, 'সিবিআই তদন্তের যে সমস্ত রিপোর্ট জমা পড়েছে, সেগুলো নিয়ে তাঁরা কোন মন্তব্য করছেন না, কারণ সেক্ষেত্রে তদন্তের অসুবিধা হতে পারে। সত্য উদঘাটনের চেষ্টা করছে সিবিআই, তবে তাদের যথেষ্ট সময় দিতে হবে।' মন্তব্য প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের। এই নিয়ে কী বললেন এবিপি আনন্দের প্রতিনিধি?   

 

আরও খবর, 

'গোটা ঘটনা প্রকাশ্যে আনার দিকে এগোচ্ছে সিবিআই। আমরা সিবিআইয়ের স্টেটাস রিপোর্ট দেখেছি। যে সব দিকে নজর দিতে বলেছি, সিবিআই সবদিক খতিয়ে দেখছে। মৃতদেহের চালান, ময়নাতদন্তের রিপোর্ট, যদি কোনও প্রমাণ নষ্ট হয়ে থাকে, সেটাও দেখা হচ্ছে। কেউ জটিলতা তৈরি করেছে কিনা, সেটাও দেখছে সিবিআই।এখনও তদন্ত অনেক বাকি, আমাদের সিবিআইকে যথেষ্ট সময় দিতে হবে। সত্য উদঘাটনে সিবিআইয়ের সময় প্রয়োজন ', বললেন প্রধান বিচারপতি।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram