Abhishek Banerjee: এবার দেশের আইন সংশোধনের দাবি তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়! ABP Ananda Live
ABP Ananda Live: আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের মতো ঘৃণ্য অভিযোগের প্রেক্ষিতে এবার দেশের আইন সংশোধনের দাবি তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এমনকী পারিপার্শ্বিক প্রমাণ থাকলে, বিচারের দীর্ঘসূত্রিতা না করে, দোষীকে সরাসরি এনকাউন্টারের পক্ষে সওয়াল করলেন তৃণমূল সাংসদ। যা নিয়ে পাল্টা খোঁচা দিয়েছে বিজেপি।
রাজ্য়ের নাম করা মেডিক্য়াল কলেজ, RG কর। খাস কলকাতার বুকে। শহরের অন্য়তম প্রাণকেন্দ্র শ্য়ামবাজারের অদূরে। ডিউটির পর দু দণ্ড একটু বিশ্রাম নিচ্ছিলেন।
নিশ্চয় এটাই ভেবেছিলেন যে কর্মস্থলের চেয়ে নিরাপদ জায়গা আর কীই বা হতে পারে! প্রতিদিন তো বাড়ির থেকেও অনেক বেশি সময় এখানেই কাটে!
তাই ঘুমিয়েও পড়েছিলেন নিশ্চিন্তে। কল্পনাও করতে পারেননি ঘুমের মধ্য়েই ঝাঁপিয়ে পড়বে মানুষরূপী এক শয়তান! ছিন্নভিন্ন হয়ে যাবে শরীর। আস্তে আস্তে শেষ হয়ে যাবে প্রাণ। আর এই ঘটনায় যখন প্রশ্নের মুখে আইনশৃঙ্খলা ব্য়বস্থা! রাজ্য়জুড়ে আন্দোলন...ক্ষোভ...প্রতিবাদ...তখন আচমকাই অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের গলায় উঠে এল এনকাউন্টারের প্রসঙ্গ! অর্ডিন্য়ান্সের প্রসঙ্গ!
আরজি কর মেডিক্য়াল কলেজে খুন ও ধর্ষণের অভিযোগে কলকাতা পুলিশের এক সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করা হয়েছে। ফের একবার আতস কাচের তলায় সেই সিভিক ভলান্টিয়ারদের ভূমিকা, তাদের প্রভাব-প্রতিপত্তি!