RG Kar Doctor Death: 'এই অভিশপ্ত দিন যেনও কারও না আসে', বললেন নিহত চিকিৎসকের মা | ABP Ananda LIVE

Continues below advertisement
RG Kar Case: আর জি কর মেডিক্য়ালে চিকিৎসককে ধর্ষণ-খুনের এক সপ্তাহ। এই অভিশপ্ত দিন যেনও কারও না আসে। এবিপি আনন্দে বললেন নিহত চিকিৎসকের মা। কলকাতা পুলিশ ব্যাগ থেকে মেয়ের রিপোর্ট বের করে দেখিয়ে বলে আপনার মেয়ে অসুস্থ, ওষুধ খায়, এবিপি আনন্দে দাবি সদ্য মেয়ে হারানো মায়ের। মুখ্যমন্ত্রীকে বলেছি সঞ্জয় আসল দোষী নয়, ভিতরের কেউ নিশ্চয়ই এর মধ্যে আছে,  বললেন নিহত চিকিৎসকের মা।   নিহত তরুণী চিকিৎসকের বাবা বলেন, রাজ্য়পাল আমাদের আশ্বস্ত করে গেলেন, আমাদের যতটা সহযোগিতা করতে পারেন, আমরা বললাম কে দায়িত্ব নিয়েছে, কী নিয়েছে, স তো আমরা জানি না। আমরা সঠিক বিচার চাইছি, কিন্তু বিচারব্য়বস্থা তো এখনও কতটা এগোয়নি, কোনও রেজাল্ট এখনও তো বিচারের আসেনি। বলে, ঠিক আছে, আমি হস্তক্ষেপ করব। এটাই বললেন। ABP Ananda LIVE
 
ABP Ananda LIVE: 'কর্মবিরতি করার জন্য চিকিৎসকদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হবে না'। আন্দোলনকারী চিকিৎসকদের আশ্বাস প্রধান বিচারপতির। কাজে যোগ দিন, আন্দোলনকারী চিকিৎসকদের বার্তা সুপ্রিম কোর্টের। প্রয়োজনে যাবতীয় সুরক্ষার ব্যবস্থা করা হবে, জানাল সর্বোচ্চ আদালত। 'আর জি কর মেডিক্যালের হস্টেলে জুনিয়র চিকিৎসক ও ইন্টার্নদের হুমকি দেওয়া হচ্ছে'। শুনানিতে অভিযোগ চিকিৎসকদের আইনজীবীর। নাম দিন, CISF-কে বলে ব্যবস্থা নেব, জানালেন সলিসিটর জেনারেল। চিকিৎসকদের ৩৬ ঘণ্টা টানা ডিউটি নিয়ে উদ্বেগপ্রকাশ প্রধান বিচারপতির। সরকারি হাসপাতালের অসংখ্য সমস্যা নিয়ে তাঁদের কাছে রিপোর্ট এসেছে, জানাল সুপ্রিম কোর্ট। হাসপাতালের কর্মীদের মধ্যেও অনেকে ভীত, জানালেন, চিকিৎসকদের আইনজীবী। টানা ৩৬ ঘণ্টা কেন ডিউটি করতে হয়েছিল নির্যাতিতাকে? প্রশ্ন শুনানিতে। নির্যাতিতার টানা ৩৬ ঘণ্টা ডিউটি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন প্রধান বিচারপতি। 'একবার আমার আত্মীয় সরকারি হাসপাতালে ভর্তি ছিলেন, মেঝেতে শুয়েছিলাম'। শুনানি চলাকালীন মন্তব্য প্রধান বিচারপতির। অভিযুক্তর মেডিক্যাল পরীক্ষা হয়েছে? জানতে চাইলেন প্রধান বিচারপতি। 'তদন্তে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, অপরাধের জায়গা আগের মতো নেই'। সুপ্রিম কোর্টে সওয়াল সিবিআইয়ের আইনজীবীর।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram