RG Kar Medical College: সঞ্জয় রায়কে কবে থেকে চেনেন ? প্রশ্ন শুনে দে দৌড় পুলিশের ASI-এর

Continues below advertisement

ABP Ananda Live: আর জি কর মেডিক্যালে চিকিৎসককে ধর্ষণ ও খুনের তদন্তে সিবিআইয়ের তৎপরতা তুঙ্গে। সঞ্জয় রায়কে হেফাজতে নিয়ে চলছে জিজ্ঞাসাবাদ। সিবিআইকে দেওয়া সঞ্জয়ের তথ্যে অসঙ্গতি রয়েছে এই মর্মে সোমবার শিয়ালদা কোর্টে পলিগ্রাফ টেস্টের আবেদনও জানায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এরই মধ্যে সামনে আসে এক যোগসূত্র। উঠে আসে এক এএসআই-এর নাম। এদিকে সঞ্জয়ের নাম শুনেই দৌড় ASI-এর। এক দৌড়ে একেবারে সিবিআই-এর দফতরের ভিতরে ঢুকে যান তিনি। চিকিৎসক ধর্ষণ-খুনে ধৃত সঞ্জয় ঘনিষ্ঠ বলে পরিচিত এএসআইকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে সিবিআই কর্তারা। কবে থেকে এত বাড়বাড়ন্ত সঞ্জয় রায়ের? মাথায় কার হাত? সঞ্জয় রায়কে কবে থেকে চেনেন। একাধিক ছবি দেখা গিয়েছে এক সঙ্গে। জানতে ২ দফায় এএসআইকে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের। 

সিভিক ভলান্টিয়ার হয়েও কীভাবে এত দাপট সঞ্জয়ের? এই প্রশ্নই এখন ভাবিয়ে তুলছে সিবিআইকে। পুলিশ অফিসার তো দূরের কথা, পুলিশকর্মীও নয়। নিছক কনস্টেবল? তাও নয়। এমনকী হোমগার্ডও নয়। সামান্য সিভিক ভলান্টিয়ার হয়েও, পুলিশের ব্যারাকে থাকা সাব ইন্সপেক্টর পদমর্যাদার অফিসারের জন্য বরাদ্দ হওয়া মোটরবাইক নিয়ে ঘুরে বেড়ানো, নিয়মিত কাজে না আসা, যখন তখন হাসপাতালো ঢোকা-বেরনোর মতো সব সমস্ত সুযোগ সুবিধা ভোগ করত সে। তবে কি এএসআই অনুপ দত্তের ছত্রছায়াতেই বেড়ে উঠছিল সঞ্জয়? না কি মাথায় রয়েছে আরও কোনও হাত? 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram