RG Kar Medical College:'মৃতদেহ রাখা ঘরেই বসেই মিটিং হচ্ছিল শোনা যাচ্ছে',বিস্ফোরক অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়

Continues below advertisement

ABP Ananda Live: জনগণের স্বীকৃতি হারাতে বসেছে সরকার বিভিন্ন অপরাধের মাধ্যমে। সেই সরকারকে সরিয়ে দিতে হবে। এই বিষয়ে আলোচনা হয়েছে, তা অত্যন্ত সদর্থক হয়েছে। আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ প্রসঙ্গে বলেন, উনি তো প্রিন্সিপল, মহাগুরু। তাঁর ভূমিকা তো আছেই। এখন তো শোনা যাচ্ছে মেয়েটিকে যে ঘরে হত্যা করা হয়েছিল, সেই ঘর থেকে সরিয়ে এনে পাশের ঘরে রাখা হয়েছিল। সন্দীপ ঘোষ এবং অন্যান্য মহাগুরুরা সেই মৃতদেহ রাখা হয়েছিল যে অবস্থায় সেই ঘরেই বসেই মিটিং-ইত্যাদি করা হয়েছিল, যদিও এসবই শোনা কথা। এই শোনা কথার সত্যতা প্রকাশ পাবে সিবিআই রিপোর্ট জমা পড়ার পর, কারণ জিজ্ঞাসাবাদ করছে। 

বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়ের কথায়,  'স্বাধীনতার মধ্যরাতে মহিলারা রাস্তায় নেমে প্রমাণ করেছেন এই সরকার যেভাবে ঘটনা ধামাচাপা দিচ্ছে তা বুঝতে কারও বাকি নেই। মুখ্যমন্ত্রীর যে এই ঘৃণ্য কাজ করছে তাঁকে কেন আড়াল করছেন? অধ্যক্ষকে আরেক জায়গায় পোস্টিং দিয়ে দিলেন। স্বাস্থ্য ও পুলিশ দফতর দুটোই ফেল! রুট ম্যাপ তৈরি করে আর জি করে অশান্তি করলেন। তথ্য প্রমাণ ধ্বংসের জন্য এই কাজ করে চলেছেন।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram