RG Kar Medical College: আর জি কর কাণ্ডে এবার বিস্ফোরক তৃণমূলের মুখপাত্র শান্তনু সেন। ABP Ananda Live

ABP Ananda Live: আর জি কর কাণ্ডে এবার বিস্ফোরক তৃণমূলের মুখপাত্র শান্তনু সেন। 'আর জি কর ইস্যুতে কাল পর্যন্ত যা বলার বলেছি আর কিছু বলব না'। 'মুখপাত্র হিসেবে দলকে ডিফেন্ড করে এসেছি'। 'কিন্তু এক্ষেত্রে রয়েছে আমার বিবেকের তাড়না'। 'দলের কেউ কেউ বোঝানোর চেষ্টা করছেন আমি দলের হয়ে কাজ করছি না'। 'তাঁরা বলছেন আমি। চিকিৎসকদের হয়ে কাজ করছি'। 'আমি আর জি কর-এর প্রাক্তনী, আমার মেয়ে সেখানে পড়ে'। 'আর জি কর-এ মেডিক্যাল এডুকেশন গত কয়েকবছরে রসাতলে গেছে'।'কয়েকজনকে খুশি করতে পারলে প্রশ্ন জানা যায়'। 'উত্তর হাতে নিয়ে হলে ঢোকা যায়, টোকাটুকি করা যায়'। 'তাদের খুশি রাখলে অনার্স পাওয়া যায়, নাহলে ফেল করতে হয়'। 'আমার মেয়ের সঙ্গেও এরকম হয়েছে'। 'সন্দীপ ঘোষকে নিয়ে আমারও প্রশ্ন আছে'।' আমার মনে হয় মুখ্যমন্ত্রী হয়তো সঠিক তথ্য জানেন না বা তাঁকে সঠিক তথ্য দেওয়া হচ্ছে না'। 'তিনি আমাকে ভুল বুঝতে পারেন কিন্তু তাঁকে এই বার্তা দেওয়া আমার নৈতিক দায়িত্ব''মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্য নিয়ে অনেক কাজ করেছেন'
'আমার ধারণা তাঁকে ভুল ইনফরমেশন দেওয়া হচ্ছে'।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola