RG Kar News: 'পুলিশ' লেখা বাইকে নাগরিক প্রতিবাদে চড়াও সিভিক ভলান্টিয়ার | ABP Ananda LIVE

Continues below advertisement

ABP Ananda LIVE: আর জি কর কাণ্ডের প্রতিবাদে বিটি রোডে প্রতিবাদ। প্রতিবাদে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ও প্রাক্তনীরা। অভিযোগ, প্রতিবাদীদের মধ্যে ঢুকে যায় এক সিভিক ভলান্টিয়ার। ওই সিভিক ভলান্টিয়ার মত্ত অবস্থায় ছিল, অভিযোগ বিক্ষোভকারীদের। অভিযোগ, ওই সিভিক ভলান্টিয়ারকে তড়িঘড়ি সরিয়ে নিয়ে যায় পুলিশ। এর প্রতিবাদে সিঁথি মোড়ে অবস্থান কর্মসূচি পড়ুয়া ও প্রাক্তনীদের।

আরও খবর..

মুর্শিদাবাদের সাগরদিঘিতে শশুর বাড়ির লোকজনের গায়ে পেট্রল ঢেলে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল জামাইয়ের বিরুদ্ধে। ঘটনায় অভিযুক্ত জামাই সহ তিন জনের মৃত্য়ু হয়েছে। মৃতদের মধ্য়ে দু'জন মহিলা। স্থানীয় বাহালনগরে প্রথম পক্ষের স্ত্রীর বাড়িতে যায় অভিযুক্ত রমজান শেখ। পুলিশ সূত্রে খবর, বচসার জেরে শশুর বাড়ির লোকজনের গায়ে পেট্রল ঢেলে আগুন লাগিয়ে দেয় অভিযুক্ত। ঘটনায় অভিযুক্ত জামাই সহ সাত-আট জন অগ্নিদগ্ধ হন। তাঁদের প্রথমে সাগরদিঘি সুপার স্পেশালিটি হাসপাতাল ও পরে মুর্শিদাবাদ মেডিক্য়াল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুরনো পারিবারিক বিবাদের জেরেই এই ঘটনা বলে প্রাথমিক অনুমান পুলিশের।  

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram