RG Kar News: মুখ্যমন্ত্রীর 'রেট' বেঁধে অশালীন আক্রমণ করলেন ওন্দার বিজেপি বিধায়ক, অমরনাথ শাখার
ABP Anada Live: আর জি কর মেডিক্যালের ন্য়ক্কারজনক ঘটনায় ক্ষতিপূরণ ঘোষণা নিয়ে, মুখ্যমন্ত্রীকে অশালীন আক্রমণ করলেন ওন্দার বিজেপি বিধায়ক, অমরনাথ শাখা। 'আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে রেট দিচ্ছি, আপনার রেট হল ২৫ লক্ষ টাকা', মন্তব্য ওন্দার বিজেপি বিধায়ক, অমরনাথ শাখার । বিজেপি বিধায়কের এই মন্তব্য ঘিরে সরব হয়েছেন তৃণমূল নেতা-কর্মীরা । এই ঘটনার পরিপ্রেক্ষিতে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস এক্স হ্যান্ডেলে পোস্ট করে লেখেন, বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পদাঙ্ক অনুসরণ করে এখন ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের 'রেট' বেঁধে দিচ্ছেন।
আরও খবর, আর জি কর কাণ্ডে রাজ্যজুড়ে উঠছে প্রতিবাদের ঢেউ। প্রতিদিন আন্দোলনে উত্তাল হচ্ছে গলি থেকে রাজপথ। আর এরই মধ্যে মদন মিত্রের একের পর এক বক্তব্যে স্পষ্ট হচ্ছে, তৃণমূলের ভিতরে সব কিছু ঠিক নেই। তাঁর বক্তব্য, জাহাজ ডুবছে মনে করলে ইঁদুরগুলো সবার আগে লাফ দিয়ে পালায়। মদন মিত্রের এমন বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তৈরি হয়েছে নানান জল্পনা। এদিকে, সুখেন্দুশেখর রায়কে নিয়েও কটাক্ষ করতে ছাড়েননি মদন। তবে নাম না করেই।