RG Kar News: আর জি কর কাণ্ডে সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্টের আবেদন | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: আর জি কর কাণ্ডে সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্টের আবেদন। সন্দীপ ঘোষ সহ ৫ জনের পলিগ্রাফ টেস্টের আবেদন শিয়ালদা কোর্টে।
সন্দীপ ঘোষ এবং আরও কয়েক জন চিকিৎসক- যাঁদের আগেই বয়ান রেকর্ড করা হয়েছিল। সূত্রের খবর এবার তাঁদের সবার পলিগ্রাফ টেস্ট করার ভাবনা রয়েছে। সেই কারণেই অনুমতির জন্য শিয়ালদা আদালতে নিয়ে যাওয়া হয়। অত্যন্ত গোপন ভাবে এই কাজ করানো হয়। ম্যাজিস্ট্রেটের কোর্টরুমের দরজা বন্ধ করে দেওয়া হয়। তারপরে শিয়ালদা আদালত থেকে নিয়ে যাওয়া হয়েছে তাঁদের।
এর আগে সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্ট করানোর জন্য আগেই আবেদন জানানো হয়েছিল। কিন্তু অনুমতি না পাওয়া নিয়ে জটিলতা তৈরি হয়েছে। ওই বিষয়টি নিয়ে আগামীকাল রায়দানের কথা রয়েছে।
এর আগে সন্দীপ ঘোষকে লাগাতার জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। দিনের পর দিন সিজিও কমপ্লেক্সে ডেকে লাগাতার ঘণ্টার পর ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়েছে সন্দীপ ঘোষকে। এরই মধ্যে ডাক্তারি পড়ুয়াদের দাবি মেনে রাজ্য সরকার সন্দীপ ঘোষকে ন্যাশনাল মেডিক্যাল কলেজে অধ্যক্ষ পদে যে নিয়োগ করা হয়েছিল সেই বিজ্ঞপ্তিও।