RG Kar News: 'নিজের কাজে গিয়ে হেনস্থার শিকার হব ভাবতে পারিনি', বললেন তপোব্রত | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: ঝোঁকেনি শিরদাঁড়া, প্রতিবাদ আঁকড়েই পুরসভায় তপোব্রত রায়। প্রতীকী অনশনকারীর ব্যাজ পরে গতকাল রেড রোডে আটক। প্রায় ৪ ঘণ্টা পর ময়দান থানা থেকে ছাড়তেই যান ধর্মতলার অনশনমঞ্চে। আজও 'উই ডিম্যান্ড জাস্টিস' লেখা ব্যাজ পরে গেলেন কলকাতা পুরসভায়। প্রতীকী অনশনকারীর ব্যাজ পরে তো অন্যায় কিছু করিনি: তপোব্রত রায়।
আরও খবর..
সিভিক ভলান্টিয়ারদের বিরুদ্ধে অভিযোগ ওঠা থামছেই না। এবার উত্তর ২৪ পরগনার স্বরূপনগরে শ্লীলতাহানি ও ভয় দেখিয়ে টাকা নেওয়ার অভিযোগে গ্রেফতার করা হল এক সিভিক ভলান্টিয়ার ও এক ভিলেজ পুলিশকে। তিন দিন জেল হেফাজতের নির্দেশ দিয়েছে বসিরহাট মহকুমা আদালত।
কৃষ্ণনগরে পুলিশ সুপারের অফিসের খুব কাছ থেকে উদ্ধার হল তরুণীর আধপোড়া, অর্ধনগ্ন দেহ। ধর্ষণ করে খুনের অভিযোগ তোলা হয়েছে পরিবারের তরফে। পরিবারের অভিযোগের ভিত্তিতে, তরুণীর প্রেমিক রাহুল বসুকে গ্রেফতার করেছে পুলিশ। আটক করা হয়েছে প্রেমিকের বাবা-মাকেও।