RG Kar News: দ্রোহের কার্নিভালে উচ্চারিত হল প্রতিবাদের সুর, কলকাতায় জনপ্লাবন। ABP Ananda Live
RG Kar Update: দ্রোহের কার্নিভালে জনজোয়ার, যোগ দিলেন অপর্ণা, চৈতিরা। দ্রোহের কার্নিভালের পর বিচারের দাবিতে ধর্মতলায় জুনিয়র চিকিৎসকদের মানববন্ধন, সেখানেও পুলিশের সঙ্গে বচসা বাধে। মানববন্ধনে বাধা দেওয়ার অভিযোগ, ধর্মতলায় ডিসি সেন্ট্রালকে ঘিরে তুমুল বিক্ষোভ। ডিসি সেন্ট্রালকে ঘিরে গো-ব্যাক স্লোগান আন্দোলনকারীদের। মানববন্ধনের রুটে আচমকায় প্রচুর বাস ঢুকে যায় যার ফলে এই ঝামেলার সৃষ্টি হয়। '১৪ তারিখে যে ১৬৩ ধারা জারি করেছিল তা বাতিল, হাইকোর্ট খারিজ করে দিয়েছে। শান্তিপূর্ণভাবে যাতে দ্রোহ কার্নিভাল এবং সরকারের নাটকের কার্নিভালের মধ্যে কোনও বিরোধ না হয় সেই জন্য আমার পরিষ্কার আদালতের কাছে প্রস্তাবনা ছিল রানি রাসমণি অ্যাভিনিউ থেকে রেড রোড এই যে যাতায়াতের পথ সেখানে পুলিশ ব্যারিকেড করুক কিন্তু আপত্তি নেই। শান্তিপূর্ণ আমরা করতে চাই। আদালত আমাদের প্রস্তাব গ্রহণ করেছে', বললেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য।