RG Kar News: এবার পূর্ব মেদিনীপুরেও প্রাথমিক শিক্ষক ও পড়ুয়াদের মিছিল-স্লোগানের ওপর নিষেধাজ্ঞা | ABP Ananda LIVE

Continues below advertisement

ABP Ananda LIVE: এবার পূর্ব মেদিনীপুরেও প্রাথমিক শিক্ষক ও পড়ুয়াদের মিছিল-স্লোগানের ওপর নিষেধাজ্ঞা। নিষেধাজ্ঞা জারি জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের। কিছু রাজনৈতিক দল ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে, বিজ্ঞপ্তিতে উল্লেখ। পড়ুয়াদেরকে তাঁরা ব্যবহার করছেন, এসব মানা হবে না, যথাযথ ব্যবস্থা নেওয়া হবে, উল্লেখ বিজ্ঞপ্তিতে। শুরু রাজনৈতিক চাপানউতোর।

আরও খবর...

আর জি কর-কাণ্ডের প্রতিবাদে এবার পথে নামলেন রবীন্দ্র সরোবরের প্রাতঃভ্রমণকারীরা। ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান দিয়ে সুমিতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রবীন্দ্র সরোবরের সামনে থেকে শুরু হয় মিছিল। সাদার্ন অ্যাভিনিউ ঘুরে প্রতিবাদ-মিছিল শেষ হয় রবীন্দ্র সরোবরেই। 

সন্দীপ ঘোষ এবং ৪ চিকিৎসক সহ ৭ জনের আজই পলিগ্রাফ টেস্টের প্রক্রিয়া শুরু। আজ পলিগ্রাফ টেস্ট করা হতে পারে সঞ্জয় ঘনিষ্ঠ অপর সিভিক ভলান্টিয়ারেরও। গতকালই এই ৬ জনের পলিগ্রাফ টেস্টের জন্য অনুমতি দেয় শিয়ালদা আদালত। সিবিআই-এর আবেদনে অনুমতি দেয় শিয়ালদা আদালত। আর জি কর মেডিক্যালে চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় ধৃত সঞ্জয় রায়, আর জি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং আরও এক সিভিক ভলান্টিয়ারেরও পলিগ্রাফ টেস্ট করা হবে। বয়ানে কেউ মিথ্যা বলছেন কি না,জানতেই এই পলিগ্রাফ টেস্ট। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram