RG Kar News: আর জি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে ইডি-তদন্তের আর্জি | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: আর জি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে ইডি-তদন্তের আর্জি । বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের দৃষ্টি আকর্ষণ আর জি কর মেডিক্যালের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলির । মামলা দায়েরের অনুমতি আদালতের । একাধিক আর্থিক দুর্নীতির অভিযোগে ইডিকে দিয়ে তদন্তের আর্জি
উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীর হুঁশিয়ারির পরেই আর জি কর-কাণ্ডের প্রতিবাদে সংগঠিত নাগরিক মিছিলে হামলা ও মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। তুলকালাম দিনহাটায়।গতকাল সন্ধেয় দিনহাটার হেমন্ত বসু কর্নারে প্রতিবাদ মিছিলের ডাক দেন মহিলারা। অভিযোগ, তৃণমূলের লোকজন মিছিল হাইজ্যাক করার চেষ্টা করে। আপত্তি জানাতেই দু'পক্ষের মধ্যে শুরু বচসা, হাতাহাতি।
সুপ্রিম কোর্টের নির্দেশে আর জি কর মেডিক্যাল কলেজের নিরাপত্তার দায়িত্ব নিতে চলেছে কেন্দ্রীয় বাহিনী। পরিস্থিতি খতিয়ে দেখতে আজই হাসপাতালে আসতে পারেন আধাসেনার আধিকারিকরা। এরপরই হাসপাতাল এবং হস্টেলের নিরাপত্তার দায়িত্ব নেবে CISF বা CRPF. হাসপাতালের কোন জায়গায় কত আধাসেনা মোতায়েন করতে হবে এবং কীভাবে নিরাপত্তা সুনিশ্চিত করা যায়, তার রূপরেখা আজই ঠিক করা হবে।