RG Kar News: ধর্মতলায় যোগ দিলেন আরও দুই অনশনকারী, কারা তারা? ABP Ananda Live

Continues below advertisement

Hunger Strike: একের পর এক সঙ্গী অসুস্থ হয়ে চিকিৎসাধীন। বিভিন্ন হাসপাতালে চিকিৎসা চলছে তাঁদের। এই পরিস্থিতিতে ধর্মতলার মঞ্চে অনশনে যোগ দিলেন আরও দুই জুনিয়র ডাক্তার । অনশনে বসলেন রুমেলিকা কুমার ও স্পন্দন চৌধুরী। স্পন্দন চৌধুরী মেদিনীপুর মেডিক্যাল কলেজের পিজিটি। নতুন দুই অনশনকারীর বক্তব্য, যতজনই অসুস্থ হোক না কেন, এই আমরণ কর্মসূচি তাঁরা এগিয়ে নিয়ে যাবেন। সরকার যতদিন না তাঁদের দাবি মানছে, ততদিন পর্যন্ত তাঁরা এভাবেই আন্দোলন চালিয়ে যাবেন। অনিকেত মাহাতো, অনুষটুপ মুখোপাধ্য়ায়, পুলস্ত্য় আচার্য্য়, আলোক ভার্মার পর তনয়া পাঁজা। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন একের পর এক অনশনকারী জুনিয়র ডাক্তার।   ধর্মতলার অনশন মঞ্চে ৯ দিন ধরে অনশন করেন কলকাতা মেডিক্য়াল কলেজের ইএনটি বিভাগের সিনিয়র রেসি়ডেন্ট তনয়া পাঁজা। অনশন মঞ্চেই জ্ঞান হারিয়ে ফেলায় সোমবার সন্ধের পর তাঁকে কলকাতা মেডিক্য়াল কলেজে ভর্তি করা হয়। 

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram