RG Kar News: TMC নেতাদের হুমকি উপেক্ষা করেই ফের রাত দখল, RG করের বিচারের দাবিতে চলছে আন্দোলন
ABP Ananda Live: আর জি কর-কাণ্ডে সুবিচারের দাবিতে আলো নিভিয়ে প্রতিবাদে সামিল হল শহর থেকে জেলা। জুনিয়র ডাক্তারদের ডাকে স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়ে, পথে নেমে মোমবাতি হাতে হাটলেন লক্ষ লক্ষ রাজ্য়বাসী। আজ সুপ্রিম কোর্টে আর জি কর মেডিক্য়াল কলেজে চিকিৎসকের ধর্ষণ-খুনের মামলার শুনানি হচ্ছে না। সুপ্রিমকোর্টের তরফে বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এজলাসে বসবেন না। আর, এই খবর পেয়েই ভেঙে পড়ে নিহত চিকিৎসকের পরিবার। লকাতার পাশাপাশি রাজ্যজুড়ে বিচার চেয়ে রাত জাগছে রাজ্যবাসী। বর্ধমান থেকে ওন্দা, কোচবিহার থেকে রানাঘাট, কৃষ্ণনগর, বারাসত, বহরমপুর, জলপাইগুড়িতে মোমবাতি হাতে মিছিল। আর জি-কর কাণ্ডের প্রতিবাদে ফের পথে সুখেন্দুশেখর রায়। তৃণমূল সাংসদ সুখেন্দুশেখরের চোখে জল! দিল্লিতে মোমবাতি হাতে প্রতিবাদ তৃণমূল সাংসদের। বাস্তিল দুর্গ পতন স্মরণ করানোর পর মর্যাদা নিয়ে বাঁচার ডাক। আজ ফের সোশাল সাইটে পোস্ট সুখেন্দুশেখর রায়ের। 'আর জি কর মেডিক্যাল তথ্যপ্রমাণ লোপাট করতে সময় দেওয়া হয়েছে, গোটা ঘটনায় পরিকল্পিত ও নেপথ্যে চক্রান্ত রয়েছে, এভাবে বিচারের দীর্ঘসূত্রিতা মেনে যাওয়া যায় না', তোপ সুখেন্দুশেখরের।