RG Kar Live: লক্ষ কণ্ঠে একই স্বর, জাস্টিস ফর RG কর', CP-র পদত্যাগ চেয়ে লালবাজার অভিযান চিকিৎসকদের

Continues below advertisement

RG Kar News: ৪ দিন পার, এখনও মেলেনি আর জি কর মেডিক্যালে চিকিৎসককে খুন-ধর্ষণের বিচার। এবার লালবাজার অভিযানে আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা। কলকাতার সিপি বিনীত গোয়েলের পদত্যাগ, সন্দীপ ঘোষের গ্রেফতারি সহ একাধিক দাবিতে অভিযান। ডাক্তারদের রুখতে লালবাজারের আগেই লোহার পাঁচিল তুলল পুলিশ। ৪ দিন পার, এখনও মেলেনি আর জি কর মেডিক্যালে চিকিৎসককে খুন-ধর্ষণের বিচার। এবার লালবাজার অভিযানে আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা। কলকাতার সিপি বিনীত গোয়েলের পদত্যাগ, সন্দীপ ঘোষের গ্রেফতারি সহ একাধিক দাবিতে অভিযান। ডাক্তারদের রুখতে লালবাজারের আগেই লোহার পাঁচিল তুলল পুলিশ। আসানসোলে পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তি, দিকে দিকে বিজেপির DM অফিস অভিযান। লালবাজার অভিযানে জুনিয়র ডাক্তাররা I আরজি কর কাণ্ডে জেলায় জেলায় শাসকের দুয়ারে বিজেপির বিক্ষোভ । আর জি কর কাণ্ডের প্রতিবাদে জেলায় জেলায় ডিএম অফিস ঘেরাও অভিযান বিজেপির। বর্ধমানে ধুন্ধুমার। কার্জন গেটের কাছে পুলিশের ব্যারিকেড ভাঙলেন বিজেপির নেতা-কর্মীরা। তুমুল ধস্তাধস্তি।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram