RG Kar Update: আর জি কর মামলা থেকে সরে দাঁড়ালেন নিহত চিকিৎসকের পরিবারের আইনজীবী বৃন্দা গ্রোভার

Continues below advertisement

RG Kar News: আর জি কর মেডিক্য়ালে তরুণী চিকিৎসককে ধর্ষণ, খুনের সেই বীভৎস ঘটনার পর ৪ মাস পেরিয়ে গেছে। এখনও মেলেনি বিচার। অধরা বহু প্রশ্নের উত্তর। মঙ্গলবারের শুনানির পর, সুপ্রিম কোর্ট এই মামলার পরবর্তী তারিখ দিয়েছে মার্চ মাসে। এর মধ্য়ে এবার এই মামলা থেকে সরে দাঁড়ালেন নিহত চিকিৎসকের পরিবারের আইনজীবী বৃন্দা গ্রোভার। প্রথমে নির্যাতিতার পরিবারের তরফে সুপ্রিম কোর্টে সওয়াল করছিলেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। সেপ্টেম্বর মাসে আইনজীবী বদল হয়। নির্যাতিতার পরিবারের তরফে আইনজীবী হয়ে দাঁড়ান বৃন্দা গ্রোভার। বুধবার তাঁর অফিস থেকে জানানো হয়েছে, এই মামলা থেকে তিনি সরে যাচ্ছেন। আইনজীবীর অফিসের তরফে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, 'এখনও পর্যন্ত ৪৩ জনের বয়ান নেওয়া হয়েছে। অভিযুক্তের জামিনের জোরালো বিরোধিতা করা হয়েছে। এখনও তারা জামিন পায়নি কেউ।
 একজন আইনজীবী হিসাবে তিনি তাঁর পেশাগত দায়িত্ব পালন করেছেন।'

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram