RG KAR NEWS Live: 'কেন অভিযোগ নয় হাসপাতালের?' অধ্যক্ষ-সুপার মামলা দায়ের না করায় বিস্মিত প্রধান বিচারপতি | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: হাসপাতালেই ধর্ষণ-খুন। অধ্যক্ষ-সুপার মামলা দায়ের না করায় বিস্মিত প্রধান বিচারপতি। ইস্তফা দিয়েও সমান গুরুত্বপূর্ণ পদে সন্দীপ ঘোষের পুনর্বহালে প্রশ্ন।
চিকিৎসক ধর্ষণ-খুনে তোলপাড় রাজ্য রাজনীতি। আর জি করে (R G Kar Protest) নতুন করে উত্তেজনা। আর এবার প্রমাণ লোপাটের অভিযোগে। ভিতরে ঢুকল এসএফআই।
নতুন করে উত্তেজনা: গত ৯ অগাস্ট আর জি করের সেমিনার হল থেকেই উদ্ধার হয়েছিল চিকিৎসকের দেহ। আরজি কর মেডিক্যাল কলেজের জরুরি বিভাগের বিল্ডিংয়ের চার তলায় সেমিনার রুমে চিকিৎসককে খুন ও ধর্ষণ করা হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, ওই সেমিনার রুমের উল্টোদিকে বিশ্রামকক্ষ তৈরির কাজ শুরু হয়েছে। সেমিনার হলের ঠিক উল্টোদিকে ঘরের দেওয়াল ভাঙা হয়েছে। বিশ্রামের ঘর তৈরির কাজ শুরু হয়েছে। আর জি কর মেডিক্যালের চিকিৎসকদের আশঙ্কা তথ্য প্রমাণ লোপাট হতে পারে। একই অভিযোগ তুলে এদিন আর জি কর চত্বরে বিক্ষোভ দেখায় SFI এবং DYFI। এবিষয়ে নতুন অধ্যক্ষ সুহৃিতা পাল জানান, 'পুলিশের সঙ্গে কথা হয়েছে, পুলিশ কাজ করতে দিলে হবে, না হলে কাজ বন্ধ।'